বাংলা নিউজ > ঘরে বাইরে > যমুনাতে মাছ ধরতে গিয়ে জালে ডলফিন, রান্না করে খেলেন মৎস্যজীবীরা

যমুনাতে মাছ ধরতে গিয়ে জালে ডলফিন, রান্না করে খেলেন মৎস্যজীবীরা

বেআইনিভাবে ডলফিন শিকারের অভিযোগ। ছবিটি প্রতীকী (‌সৌজন্য ফেসবুক)

গত ২২ জুলাই অন্যান্য দিনের মতোই যমুনা নদীতে মাছ ধরছিলেন নাসিরপুর গ্রামের মৎস্যজীবীরা। সেই সময় তাঁদের জালে ধরা পড়েছিল এই ডলফিন। রবীন্দ্র কুমারের দেওয়া তথ্যের ভিত্তিতে, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়েছিল আস্ত একটি ডলফিন। সাধারণত বন্য সুরক্ষা আইনে ডলফিনকে সংরক্ষিত প্রাণী হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। তা সত্ত্বেও সেই ডলফিন ছেড়ে না দিয়ে রান্না করে খেলেন মৎস্যজীবীরা। কাঁধে করে মৎস্যজীবীদের ডলফিন নিয়ে যাওয়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরেই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। ঘটনাটি উত্তর প্রদেশের কৌশাম্বি এলাকায় ঘটেছে। এই ঘটনায় চার মৎস্যজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বনবিভাগ। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: নৌকাতে ২২টি মরা ডলফিন, গুজরাট উপকূলে গ্রেফতার ১০, কী হয় এগুলি দিয়ে?

ছায়াল ফরেস্ট রেঞ্জের ফরেস্ট রেঞ্জার রবীন্দ্র কুমার সোমবার মৎস্যজীবীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই ডলফিনের ওজন ছিল প্রায় এক কুইন্টাল। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশের যমুনার জলস্তর বেড়েছে। ফলে ভাসতে ভাসতে ওই ডলফিন চলে আসে বলে অনুমান বন বিভাগের। গত ২২ জুলাই অন্যান্য দিনের মতোই যমুনা নদীতে মাছ ধরছিলেন নাসিরপুর গ্রামের মৎস্যজীবীরা। সেই সময় তাঁদের জালে ধরা পড়েছিল এই ডলফিন। রবীন্দ্র কুমারের দেওয়া তথ্যের ভিত্তিতে, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বন বিভাগের ওই আধিকারিক জানিয়েছেন, ডলফিনটিকে জাল থেকে তোলার পর মৎস্যজীবীরা কাঁধে করে সোজা বাড়ি নিয়ে গিয়ে সেটি রান্না করে খেয়ে ফেলে। রবীন্দ্র কুমার অভিযোগে আরও উল্লেখ করেছেন, জেলেরা ডলফিনটিকে নিয়ে যাওয়ার সময় কিছু পথচারী ঘটনাটি রেকর্ড করে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তা দেখেই বিষয়টি জানতে পারে বন বিভাগ।

পুলিশ জানিয়েছে, বন্যপ্রাণী সুরক্ষা আইনের (১৯৭২) অধীনে রঞ্জিত কুমার, সঞ্জয়, দেওয়ান, বাবাজি এবং গেন্দালাল এই চার মৎস্যজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে রঞ্জিতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিরা পলাতক। উল্লেখ্য, গাঙ্গেয় ডলফিন একসময় গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী এবং অন্যান্য উপনদীতে পাওয়া যেত। তবে, দ্রুত শিল্পায়ন এবং কীটনাশক ও সারের মতো ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার বৃদ্ধির কারণে তাদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে উল্লেখ করা হয়েছে এই স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা কমে ২০০০ এ পৌঁছেছে। এই অবস্থায় ডলফিনকে বিপন্ন প্রাণীর তালিকায় রাখা হয়েছে। এই প্রাণী সংরক্ষণ করার জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছে সরকার। বন্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে এই ডলফিন শিকার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

তৃতীয় দিনের শেষে রঞ্জিতে চালকের আসনে বাংলা, দুরন্ত ব্যাটিং সুদীপ-অভিমন্যুর মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.