বাংলা নিউজ > ঘরে বাইরে > Five vehicles colloid: ৫টি গাড়ির একে অপরের সঙ্গে মুখোমুখি ধাক্কা! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৫

Five vehicles colloid: ৫টি গাড়ির একে অপরের সঙ্গে মুখোমুখি ধাক্কা! মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৫

কুড্ডালোরে দুর্ঘটনা

মৃতরা সকলেই একটি পরিবারের সদস্য। স্বভাবতই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে, ত্রিচি চেন্নাই হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। দুর্ঘটনার পর গাড়িগুলি মণ্ডের মতো কআকার নিয়েছে। প্রতিটি গাড়িই গিয়েছে পুড়ে। একইসঙ্গে ৫ টি গাড়ি কীভাবে রাস্তায় এমন দুর্ঘটনার কবলে পড়েছে তা নিয়ে উঠছে নানান প্রশ্ন।

তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ৫ জন। সেখানে কুড্ডালোরের ভেপ্পারে ৫ টি গাড়ি রাস্তার একই জায়গায় এসে একে অপরকে ধাক্কা মারে। যার জেরে মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়ে যায় ৫ টি গাড়ি। মৃত্যু হয় ৫ জনের। 

জানা গিয়েছে, মৃতরা সকলেই একটি পরিবারের সদস্য। স্বভাবতই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে, ত্রিচি চেন্নাই হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। দুর্ঘটনার পর গাড়িগুলি মণ্ডের মতো আকার নিয়েছে। প্রতিটি গাড়িই গিয়েছে পুড়ে। একইসঙ্গে ৫ টি গাড়ি কীভাবে রাস্তায় এমন দুর্ঘটনার কবলে পড়েছে তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। সড়ক পরিবহণ সংক্রান্ত প্রশাসন ও ট্রাফিক পুলিশ ওই এলাকায় ছিল কি না , তা নিয়েও রয়েছে সন্দেহ। এছাড়াও গাড়িগুলির সব কয়টির গতি কত ছিল তাও প্রশ্নের মুখে। উল্লেখ্য, সদ্য সড়ক দুর্ঘটনার এক করুণ ছবি উঠে এসেছে ক্রিকেটার ঋষভ পন্তের দুর্ঘটনা থেকে। উত্তরাখণ্ডের রুরকিতে এক ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে যায় ঋষভের গাড়ি। ব্যাপকভাবে আহত হয়েছেন ঋষভ। আপাতত হাসপাতালে চিনি চিকিৎসাধীন। এদিকে, তামিলনাড়ুর বুকে এই মর্মান্তিক কাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

তামিলনাড়ুর ঘটনায় ৫ টি গাড়ির মধ্যে ছিল ২ টি বাস, ১ টি চারচাকা গাড়ি ও ২ টি লরি। দুর্ঘটনার পরই গাড়িগুলিতে আগুন লেগে যায়। মুহূর্তে ছুটে আসে দমকল। উদ্ধার করে দেহগুলি। ততক্ষণে ব্যাপক ক্ষতি নেমে আসে ৫ গাড়িকে ঘিরে। এদিকে, প্রাথমিকভাবে মৃতদের শণাক্ত করা যায়নি। তবে পরে তাঁদের পরিচিতি উঠে আসে। তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বন্ধ করুন