করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করে অপেক্ষা করতে হবে দুই দিন। তার মধ্যে কোনও উপসর্গ দেখা না দিলে তবেই মিলবে ছাড়পত্র। মঙ্গলবার পাইলট ও বিমানকর্মীদের উদ্দেশ্যে এমনই বিবৃতি জারি করেছে নিয়ামক সংস্থা ডিজিসিএ।
চলছে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণ। ষাটোর্ধ্ব এবং কো-মর্বিডিটি যুক্ত ৪৫-এর উর্ধ্বের ব্যক্তিদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে, একই সঙ্গে চলছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ও করোনা যোদ্ধাদের টিকাকরণ।বিমানকর্মী ও পাইলটরা রোজ বহু মানুষের সংস্পর্শে আসেন। সেই কারণেই তাঁদেরও এই পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
তবে, ডিজিসিএ জানিয়েছে, শুধু ভ্যাকসিন নিলে হবে না, টিকা নেওয়ার পর আবশ্যিক ৩০ মিনিট পর্যবেক্ষণে থাকতে হবে। এরপর ৪৮ ঘণ্টার অপেক্ষা। সেই সময়ে কোনওরকম উপসর্গ দেখা দিলেই চিকিত্সকের পরামর্শ নিতে বলা হয়েছে। এর পাশাপাশি ৪৮ ঘণ্টায় কোনও উপসর্গ না দেখা দিলে তবেই মিলবে উড়ানের অনুমোদন।