যোগী সরকার ক্ষমতা পূনর্বহাল হওয়ার পর, বিনামূল্যে রেশন বিতরণ প্রকল্পটি এপ্রিল থেকে জুন পর্যন্ত, মোট তিন মাসের জন্য বাড়ানো হয়েছিল। ডিএসও সুনীল কুমার সিং জানান, ২৫ অগস্ট থেকে নিয়মিত রেশন বিতরণ করা হবে।
1/5সম্প্রতি রেশন দোকান থেকে সম্পূর্ণ বিনামূল্যে গম ও চাল বিতরণ বন্ধ রয়েছে। তবে ন্যাশনাল ফুড সিকিউরিটি স্কিম (NFSA) এর অধীনে নিয়মিত রেশন প্রাপকরা ছাড় পাবেন। (ছবিটি প্রতীকী, রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস) (PTI)
2/5উত্তরপ্রদেশ সরকারের NFSA-এর অধীনে বিনামূল্যে বিতরণের প্রকল্পটি জুন মাস পর্যন্ত ছিল। ফাইল ছবি : রয়টার্স (Reuters) (PTI)
3/5চলতি মাসের ২৫ অগস্ট থেকে ফের নিয়মিত রেশন পাওয়া যাবে। কার্ডধারীদের গমের জন্য কেজি প্রতি ২ টাকা এবং চালের জন্য কেজি প্রতি ৩ টাকা করে দিতে হবে। (ছবিটি প্রতীকী, কে রাজ/হিন্দুস্তান টাইমস) (PTI)
4/5যোগী সরকার ক্ষমতা পূনর্বহাল হওয়ার পর, বিনামূল্যে রেশন বিতরণ প্রকল্পটি এপ্রিল থেকে জুন পর্যন্ত, মোট তিন মাসের জন্য বাড়ানো হয়েছিল। ডিএসও সুনীল কুমার সিং জানান, ২৫ অগস্ট থেকে নিয়মিত রেশন বিতরণ করা হবে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT Photo) (PTI)
5/5কার্ডধারীদের গম এবং চালের জন্য টাকা দিতে হবে। তবে চলতি মাসে ছোলা, তেল এবং লবণ বিনামূল্যে দেবে যোগী সরকার। বিশেষজ্ঞদের মতে, এই ছোলা, লবণ ও তেলের বিষয়টি এই মাসের জন্যই। এরপরে এটি বাড়ানো হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। ফাইল ছবি : পিটিআই (PTI)