প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে করোনাভাইরাস মোকাবিলা করছেন, তার ভূয়সী প্রশংসা করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের। যেভাবে তেমন করোনা ছড়ানোর আগেই লকডাউন ঘোষণা করা হয়েছিল, সেটিকে বাহবা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন বিল গেটস।
কন্ট্যাক্ট ট্রেসিং ও ট্র্যাকিংয়ের জন্য তৈরী আরোগ্য সেতু অ্যাপ তৈরী করেছে সরকার। সেটিরও প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস। গেটস বলেছেন যে মোদীর নেতৃত্বে ভারত করোনা সংক্রমণের কার্ভকে চ্যাপ্টা করতে সক্ষম হয়েছে, অর্থাত্ অন্য অনেক দেশের মতো দ্রুত হারে করোনা রোগী বাড়ছে না ভারতে।
লকডাউন, টেস্টিংয়ের ওপর জোর, কোয়ারেন্টাইন করায় মনোযোগ ও স্বাস্থ্যখাতে অর্থ অনেক বাড়ানো, গবেষণার জন্য টাকা দেওয়া ও তথ্যপ্রযুক্তির ব্যবহার, সবের জন্যেই মোদীকে কুর্নিস করেছেন গেটস। যেভাবে সরকার সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে প্রান্তিক মানুষদের, তারও বিশেষ ভাবে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত গেটসের দেশ আমেরিকা করোনায় বেহাল হলেও ভারতে অবস্থা অনেকটাই ভালো। এখনও পর্যন্ত আক্রান্ত ২০৪৭১, মৃত ৬৫২।