বাংলা নিউজ > ঘরে বাইরে > তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছি, গোয়ার প্রার্থীরা জানিয়ে দিলেন শীর্ষনেতা অভিষেককে

তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছি, গোয়ার প্রার্থীরা জানিয়ে দিলেন শীর্ষনেতা অভিষেককে

অভিষেক বন্দ্যোপাধ্যায়

এখানে তৃণমূল কংগ্রেস ২৬টি আসনে প্রার্থী দিয়েছিল। আর প্রার্থীদের এই আশ্বাসেই বিশ্বাস রেখে আজ গোয়ার নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস।

সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে টানটান স্নায়ুর লড়াই। কারণ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল আজ প্রকাশ পাবে। তার মধ্যে এবার তৃণমূল কংগ্রেস গোয়া বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখানের ফলের দিকে তাকিয়ে আছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছেন এখানে ত্রিশঙ্কু হবে। এই পরিস্থিতিতে গোয়ার তৃণমূল কংগ্রেস নেতারা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন, ভোটের ফল যাই হোক, সবাই আমরা সঙ্গেই আছি।

এখানে তৃণমূল কংগ্রেস ২৬টি আসনে প্রার্থী দিয়েছিল। আর প্রার্থীদের এই আশ্বাসেই বিশ্বাস রেখে আজ গোয়ার নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস। গোয়ায় তৃণমূল কংগ্রেসের কোনও প্রার্থী জিতলে তিনি বা তাঁরা যাতে কংগ্রেস কিংবা বিজেপিতে চলে না যান সেটা নিশ্চিত করতেই কলকাতা থেকে পানাজি উড়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন গোয়ায় দলের অন্যতম সংগঠক ডেরেক ও’ব্রায়েন।

এখানের সম্ভাব্য সমীকরণ বলছে, গোয়ায় ত্রিশঙ্কু ফলাফল হবে। তাই কংগ্রেস ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে একটা যোগাযোগ করেছে। আর নতুন সকালের আশা দেখছে তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল, ‘গোয়েঞ্চি নবি সকাল।’ এখানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলেই সবাই ধরে নিয়েছে। তাই কাছাকাছি আসতে পারে কংগ্রেস–তৃণমূল–আপ। এমনকী সরকার গড়তেও পারে। বুথ ফেরত সমীক্ষাও তেমনই। তবে গোয়ায় যেহেতু বিধায়ক কেনাবেচা এবং দলবদলের আশঙ্কা থাকছে, তাই ঘর সামলে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ২৬ জন প্রার্থী এবং জোটসঙ্গী এমজিপি’র নেতা সুধীন দাভিলকরের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ইতিমধ্যেই বিধায়কদের ডেরায় রাখার কৌশল নিয়েছে। যাতে বিজেপি ভাঙাতে না পারে। তৃণমূল কংগ্রেস অবশ্য কাউকে কোনও রিসর্টে লুকিয়ে রাখেনি। তবে শেষ খেলা কোনদিকে গড়াবে তার হিসাব মিলবে আজই।

বন্ধ করুন