বাংলা নিউজ > ঘরে বাইরে > Gold Price Decrease: লাগাতার বৃদ্ধির পর কমল সোনার দাম!

Gold Price Decrease: লাগাতার বৃদ্ধির পর কমল সোনার দাম!

ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই (PTI)

বাংলায় সোনা বলতে সাধারণ উপহার বা বিয়ের গয়না হিসাবেই ধরা হয়। এখন বিয়ের মরশুম চলছে। আর সেই কারণেই সোনার দর নিয়ে আগ্রহ রয়েছে ক্রেতাদের। বাঙালিরা সাধারণত বিয়েতে অল্প হলেও সাধ্য মতো সোনার কিছু কিনে থাকেন।

শুক্রবার সকালে কিছুটা কমল সোনার দাম। সোনার দর এদিন অল্প হলেও নিম্নমুখী হয়েছে। সকালের সেশনে সোনার দাম ৫৬,৬০২ টাকা/১০ গ্রাম-এর আশেপাশেই থেকেছে। এটি বৃহস্পতিবারের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের(MCX) ক্লোজিং দরের তুলনায় ০.৪০% কম।

আন্তর্জাতিক বাজারে, স্পট গোল্ডের দাম আউন্স প্রতি ১,৮৫৫ ডলার। এক্ষেত্রেও দাম হ্রাস পেয়েছে। আগের দিনের ক্লোজিং প্রাইসের তুলনায় এটি প্রায় ০.২৭% কম।

এতদিন মার্কিন ডলারের দুর্বলতার কারণে একটানা দাম বাড়ছিল হলুদ ধাতুর। তবে সেই সূচক কিছুটা ঘুরে দাঁড়াতে দাম কমেছে সোনার। তবে মার্কিন ফেড ব্যাঙ্ক চলতি অর্থবর্ষে ০.২৫% সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। সেই কারণেই বিশেষজ্ঞদের ধারণা,চলতি বছরে আরও বাড়বে সোনার দাম। ভারতের বাজারে সোনার দাম ৬০,০০০ টাকার স্তরে পৌঁছে যেতে পারে।

সোনার দামের পতনের বিষয়ে বাজার বিশেষজ্ঞ অনুজ গুপ্ত বলেন, 'মার্কিন ডলার সূচক এবং ইউএস বন্ড রিটার্ন ফের চাঙ্গা হয়েছে। ফলে সোনার দাম সঙ্গে সঙ্গে কিছুটা হ্রাস পেয়েছে। তবে এখনও এটি বিনিয়োগের অপশন হিসাবে দেখা যেতে পারে। শীঘ্রই হলুদ ধাতুর দাম ফের উর্ধ্বমুখী হতে পারে। সুতরাং, সোনার দামের এই পতনকে সোনা বিনিয়োগকারীদের সুযোগ হিসাবে দেখা উচিত।'

তবে সত্যি বলতে আমজনতার এসব জটিল বিষয় নিয়ে মাথা ব্যাথা কম। বিশেষত বাংলায় সোনা বলতে সাধারণ উপহার বা বিয়ের গয়না হিসাবেই ধরা হয়। এখন বিয়ের মরশুম চলছে। আর সেই কারণেই সোনার দর নিয়ে আগ্রহ রয়েছে ক্রেতাদের। বাঙালিরা সাধারণত বিয়েতে অল্প হলেও সাধ্য মতো সোনার কিছু কিনে থাকেন।

এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় সোনা ও রূপোর দর:

  • ২২ ক্যারাট সোনা: গুডরিটার্নস-এর আপডেট অনুযায়ী শুক্রবার ১০ ফেব্রুয়ারি দাম দাঁড়িয়েছে ৫২,৪০০ টাকা/১০ গ্রাম। এর আগের দিন দাম ছিল ৫২,৯০০ টাকা। ফলে দাম ৪০০ টাকা হ্রাস পেয়েছে। ২২ ক্যারাট সোনাই সাধারণত গয়না সোনা হিসাবে পরিচিত।
  • ২৪ ক্যারাট সোনা: এক্ষেত্রেও দাম হ্রাস পেয়েছে। শুক্রবার দাম দাঁড়িয়েছে ৫৭,১৬০ টাকা/১০ গ্রাম। বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৫৭,৭১০ টাকা। ফলে দাম আগের দিনের তুলনায় ৫৫০ টাকা হ্রাস পেয়েছে।
  • রূপোর দাম: এদিন কলকাতায় রুপোর দামও হ্রাস পেয়েছে। শুক্রবার, ১০ ফেব্রুয়ারি রূপোর দাম দাঁড়িয়েছে ৭০,৮০০ টাকা প্রতি কেজি। এর আগের দিন কেজি প্রতি রূপোর দাম ছিল ৭১,৩৫০ টাকা করে।

আরও পড়ুন: Fixed Deposit-এ সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক! ৮.৫% পর্যন্ত ইন্টারেস্ট পাবেন

এক্ষেত্রে উল্লেখ্য, সোনার গয়নার দামের উপর দোকানের মজুরি যুক্ত হয়। সেই সঙ্গে GST-ও প্রযোজ্য। ফলে দামের কিছুটা হেরফের হতে পারে। সোনা কেনার আগে তা হলমার্কযুক্ত কিনা, তা অবশ্যই দেখে নেবেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.