বাংলা নিউজ > ঘরে বাইরে > Same sex marriage: ওদের একঘরে করে রাখবেন না, সমলিঙ্গে বিয়ের শুনানিতে বড় মোড় সুপ্রিম কোর্টে

Same sex marriage: ওদের একঘরে করে রাখবেন না, সমলিঙ্গে বিয়ের শুনানিতে বড় মোড় সুপ্রিম কোর্টে

বৃহস্পতিবার সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া সংক্রান্ত শুনানি হল সুপ্রিম কোর্টে। প্রতীকী ছবি

কেন্দ্রীয় সরকার এর আগেই এই সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়ার আবেদনের বিরোধিতা করেছেন। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, ভারতীয় পরিবারের ধারনার মধ্যে এটা যায় না। তাছাড়া এসব শহুরে বড়লোকদের ধারনা বলেও কেন্দ্রীয় সরকার দাবি করেছে।

বৃহস্পতিবার সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া সংক্রান্ত শুনানি হল সুপ্রিম কোর্টে। এনিয়ে ষষ্ঠ দিনে পড়ল শুনানি। সেখানে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিয়ে ছাড়া অন্যভাবে যারা আইনত একসঙ্গে রয়েছেন তাদের সুরক্ষার ব্যাপারে সরকার কী ভাবছে? ওই সাংবিধানিক বেঞ্চের প্রধান হলেন ডিওয়াই চন্দ্রচূড়। তিনি জানিয়ে দেন ওই দম্পতিদের সুরক্ষার বিষয়টি কিন্তু সরকারের উপর বর্তাচ্ছে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন LGBTQIA+ দম্পতিদের যাতে একঘরে করে রাখা না হয় সেটাও দেখতে হবে সরকারকে।

সলিসিটর জেনারেল তুষার মেহেতা কেন্দ্রীয় সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন। তবে তিনি তাঁর আগের মন্তব্য এখনও অনড়। তিনি জানিয়েছেন, এই বিষয়টি আইনসভার উপর ছেড়়ে দেওয়াটাই ভালো। তবে বিচারপতিদের বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গোটা বিষয়টি আইনসভার হাতে ছেড়ে দেওয়ার আবেদন সংক্রান্ত ব্যাপারে আর কোনও যুক্তি শোনা যাবে না।

বিচারপতি সঞ্জয় কিষান কৌল জানিয়েছেন, কোর্ট কোনও পার্সোনাল ল, ধর্ম ও দত্তক নেওয়ার ব্যাপারে কোনও মন্তব্য করবে না। স্পেশাল ম্য়ারেজ অ্যাক্ট সংক্রান্ত বিষয়ে দুই বিচারপতির বেঞ্চে আলাদাভাবে দেওয়া হচ্ছে। তবে এনিয়ে কোনও অর্ডার পাস করা হচ্ছে না।

তবে কেন্দ্রীয় সরকার এর আগেই এই সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়ার আবেদনের বিরোধিতা করেছেন। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, ভারতীয় পরিবারের ধারনার মধ্যে এটা যায় না। তাছাড়া এসব শহুরে বড়লোকদের ধারনা বলেও কেন্দ্রীয় সরকার দাবি করেছে। এদিকে মঙ্গলবারের শুনানিতে উল্লেখ করা হয়েছিল এই সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া হবে কি না সেই ব্যাপারটা পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হোক। সেই সঙ্গে হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই মামলায় পার্টি করা হোক।

শেষ পর্যন্ত সমলিঙ্গের বিয়েকে বৈধ বলে ঘোষণা করা হয় কি না সেদিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। শেষ পর্যন্ত আইনি লড়াই কোন দিকে যায় সেটাই এখন দেখার।

 

বন্ধ করুন