বাংলা নিউজ > ঘরে বাইরে > Gumnami Baba DNA Report RTI: গুমনামি বাবার DNA রিপোর্ট প্রকাশ্যে এলে হিংসা ছড়াতে পারে, RTI-এর জবাব কেন্দ্রের

Gumnami Baba DNA Report RTI: গুমনামি বাবার DNA রিপোর্ট প্রকাশ্যে এলে হিংসা ছড়াতে পারে, RTI-এর জবাব কেন্দ্রের

গুমনামি বাবা

নেতাজি মৃত্যু রহস্য উদঘাটনের লক্ষ্যে গঠিত মুখার্জি কমিশনের তদারকিতে এই গুমনামি বাবার ডিএনএ পরীক্ষা হয়েছিল। তবে সেই পরীক্ষার ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট প্রকাশ করা হয়নি।

গুমনামি বাবাই হয়ত নেতাজি সুভাষচন্দ্র বসু। অনেকেরই মনে এই বিশ্বাস। আবার অনেকেই এই দাবিকে নিছক জল্পনা কল্পনা বলে উড়িয়ে দেন। এই আবহে গুমনামি বাবার ডিএনএ টেস্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়ে আরটিআই করেছিলেন সায়ক সেন নামে এক ব্যক্তি। সেই আরটিআই-এর জবাবে নাকি সায়ক সেনকে জানানো হয়, গুমনামি বাবার ইলেকট্রোফেরোগ্রাম সংক্রান্ত রিপোর্ট যদি প্রকাশ্যে আসে, তাহলে দেশে হিংসা ছড়াতে পারে এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর এর প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, নেতাজি রহস্যে বারবারই উঠে এসেছে গুমনামি বাবার নাম। নেতাজি মৃত্যু রহস্য উদঘাটনের লক্ষ্যে গঠিত মুখার্জি কমিশনের তদারকিতে এই গুমনামি বাবার ডিএনএ পরীক্ষা হয়েছিল। তবে সেই পরীক্ষার ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, গুমনামি বাবার মৃত্যুর পরে তাঁর কয়েকটি দাঁত পাওয়া গিয়েছিল রামভবন থেকে। সেই দাঁতের ডিএনএ টেস্ট করার জন্য পাঠানো হয়েছিল ভারত সরকারের সিএফএসএল ল্যাবরেটরিতে। কলকাতা এবং হায়দরাবাদের ল্যাবেই সেই ডিএনএ টেস্ট হয়েছিল। সেই টেস্টের পর ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, ইলেকট্রোফেরোগ্রাম হল এমন একটি প্রক্রিয়া যা দেখে ডিএনএ বিশেষজ্ঞরা বুঝতে পারেন, ওই দুটি ডিএনএ-র নমুনা মিলছে কি না।

উল্লেখ্য, গুমনামি বাবার ডিএনএ পরীক্ষা করে হায়দরাবাদের পরীক্ষাগার বলেছিল যে নমুনার থেকে চূড়ান্ত কিছু নির্ধারণ করা যাচ্ছে না। এদিকে কলকাতার ল্যাবরেটরি থেকে অবশ্য বলা হয়েছিল নমুনা মিলছে না। কিন্তু ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটি প্রকাশ্যে আনা হয়নি। এদিকে আরটিআই করা সায়কের দাবি, ইলেকট্রোফেরোগ্রাম ছাড়া ডিএনএ-র কোনও গ্রহণযোগ্যতা থাকে না। সায়কবাবু দাবি করেন, গতমাসেও এই সংক্রান্ত আরটিআই করেছিলেন তিনি। তখন নাকি তাঁকে জবাবে বলা হয়েছিল, ‘ইলেকট্রোফেরোগ্রামটি যদি প্রকাশ্যে আসে, তাহলে আন্তর্জাতিক সম্পর্কের উপর তার প্রভাব পড়বে এবং দেশে হিংসা ছড়িয়ে পড়তে পারে।’

বন্ধ করুন