বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC party office: হিডকোর জমিতে বেআইনিভাবে গজিয়ে উঠেছিল তৃণমূলের অফিস, ভেঙে ফেলতে বলল হাইকোর্ট

TMC party office: হিডকোর জমিতে বেআইনিভাবে গজিয়ে উঠেছিল তৃণমূলের অফিস, ভেঙে ফেলতে বলল হাইকোর্ট

হিডকোর জমিতে বেআইনিভাবে গজিয়ে উঠেছিল তৃণমূলের অফিস, ভেঙে ফেলতে বলল হাইকোর্ট

হিডকোর জমিতে একাধিক রাজনৈতিক পার্টি অফিস রয়েছে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, অবিলম্বে হিডকোর জায়গায় থাকা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলতে হবে। 

গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার পরেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। তাতে মৃত্যু হয়েছিল ১৩ জনের। এরপরই বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্টের রোষের মুখে পড়তে হয়েছিল কলকাতা পুরসভাকে। বিরোধীরা বেআইনি নির্মাণের ক্ষেত্রে শাসকদলের নেতাদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন। আর এবার হিডকোর জমিতে শাসক দলের পার্টি অফিস গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠল। সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি হিডকো কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করে আদালত। 

আরও পড়ুন: বেআইনি বাড়ি না ছাড়লে হবে মামলা, পুলিশকে গড়তে হবে STF, কড়া অবস্থান হাইকোর্টের

হিডকোর জমিতে একাধিক রাজনৈতিক পার্টি অফিস রয়েছে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, অবিলম্বে হিডকোর জায়গায় থাকা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলতে হবে। তার পরিবর্তে অন্য জায়গায় পার্টি অফিস সরিয়ে নিয়ে যেতে হবে। 

প্রসঙ্গত, শহরের উন্নয়নের দায়িত্ব রয়েছে হিডকোর হাতে। অথচ সেই হিডকোর জমিতেই বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্টের রোষের মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে। বিচারপতি হিডকো কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, ‘নিজেদের জমি দখল হয়ে যাচ্ছে। তা রক্ষা আপনারা করতে পারছেন না। এভাবে অবৈধ নির্মাণ হচ্ছে।’ সেক্ষেত্রে হিডকোর নিজস্ব আইন আছে কি না তা জানতে চান বিচারপতি। 

মামলাকারীর অভিযোগ, হিডকোর জায়গাতে আরও একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। আরও রাজনৈতিক দলের ৩৫ টি বিভিন্ন অফিস রয়েছে বলে তার অভিযোগ। মামলাকারীর দাবি, সেগুলি রাজারহাট ও নিউটাউন এলাকায় অবস্থিত।যদিও হিডকোর তরফে জানানো হয়েছে, পার্টি অফিসগুলিকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। তারপরও বেআইনি নির্মাণগুলি না ভাঙায় আদালতের ক্ষোভের মুখে পড়তে হয়েছে হিডকো কর্তৃপক্ষকে।

উল্লেখ্য, এর আগে বেআইনি নির্মাণ নিয়ে একের পর এক কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে গার্ডেনরিচ কাণ্ড ঘটে যাওয়ার পরেই বেআইনি নির্মাণ যে কথাটা ভয়ঙ্কর হতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তারপর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া মনোভাব দেখিয়েছে আদালত। প্রসঙ্গত, বেআইনি নির্মাণ রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভাও।

বাংলার মুখ খবর

Latest News

সন্দীপের স্ত্রীকে তলব করল ইডি, স্বামীকে ‘নির্দোষ’ বলে দাবি করেছিলেন আগেই একটি প্রো মত উইন্ডোজ 11 সেট আপ করুন: আপনার নতুন ল্যাপটপে 10 টি জিনিস যা আপনাকে অবশ্যই করতে হবে পছন্দের রায় পেতে বিচারকদের আবাসনে হামলার অভিযোগ, নেতৃত্বে পুলিশ আধিকারিক! বেশি কফি খেয়ে ক্ষতি করছেন না, বরং দীর্ঘজীবী হচ্ছেন, কীভাবে জানেন Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? আরজি কর-কাণ্ডে ডাক্তার আন্দোলনের নামে টাকা তোলার প্রতারণা! সাবধান করল স্বস্তিকা 'যে ডাক্তার সুপ্রিম কোর্টকে অবমাননা করে সেই ডাক্তার দেশদ্রোহী' বহুতল থেকে ঝাঁপ, আত্মহত্যা! কিন্তু আদপে কে ছিলেন মালাইকা অরোরার বাবা অনিল অরোরা? বিবাহিত হয়েও লিভ-ইন করছেন? নীতি পুলিশের হাত থেকে রক্ষা করতে রায় হাইকোর্টের ‘স্ট্যাচু অফ ইউনিটিতে ফাটল, ভেঙে যেতে পারে!’ গুজব ছড়ানোয় মামলা দায়ের পুলিশের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.