বাংলা নিউজ > ঘরে বাইরে > Hemant Soren skips ED appearance: ইডির হাজিরা এড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা

Hemant Soren skips ED appearance: ইডির হাজিরা এড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা

হেমন্ত সোরেন (PTI Photo) (PTI) (HT_PRINT)

সকালেই পুলিশ সূত্রে জানা যায় যে, সম্ভবত ইডির দফতরে হাজিরা এড়িয়ে যেতে চলেছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখপাত্র মনোজ পাণ্ডে জানিয়েছেন যে, ‘মুখ্যমন্ত্রী আইনি পরামর্শ নিচ্ছেন, সমনের বিষয়ে, আর সেই অনুযায়ী তিনি এগোচ্ছেন। ’ ফলে এভাবে ইডির দফতরে হাজিরা এড়িয়ে গিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কোনপথে এগোতে চলেছেন, তা নিয়ে রয়ে যাচ্ছে জল্পনা।

বিক্রান্ত কান্ত

ইডির দফতরে হাজিরা দিলেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। উল্লেখ্য, অবৈধ খনি খাদান মামলায় আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। আর সেই ইস্যুতে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট তাঁকে হাজিরার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী, বুধবার ১১.৩০ মিনিট নাগাদ তাঁর ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে তা এড়িয়ে যান তিনি।

এর আগে সকালেই পুলিশ সূত্রে জানা যায় যে, সম্ভবত ইডির দফতরে হাজিরা এড়িয়ে যেতে চলেছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখপাত্র মনোজ পাণ্ডে জানিয়েছেন যে, ‘মুখ্যমন্ত্রী আইনি পরামর্শ নিচ্ছেন, সমনের বিষয়ে, আর সেই অনুযায়ী তিনি এগোচ্ছেন। ’ ফলে এভাবে ইডির দফতরে হাজিরা এড়িয়ে গিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কোনপথে এগোতে চলেছেন, তা নিয়ে রয়ে যাচ্ছে জল্পনা। তবে জেএমএমএর মুখপাত্রকে যখন প্রশ্ন করা হয়, যে ইডির পাঠানো সমনের জবাব কি হেমন্ত সোনের লিখিতভাবে দিয়েছেন? তার জবাবে কোনও উত্তর দিতে পারেননি তিনি। ফলে ইডির সমনের জবাবে হেমন্ত সোরেন কোনপথে যেতে চলেছেন, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে অবৈধ খনি খাদান মামলায় আর্থিক তছরুপ ইস্যুতে ১ নভেম্বর ইডির সমন যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে। তারপরই তাঁর ৩ নভেম্বর ইডির দফতরে হাজিরার কথা ছিল। তবে সেই হাজিরা তিনি দেননি। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রীকে খাদান মামলায় ঝাড়খণ্ড জুড়ে চলা খণিজ উত্তোলন ও তার সম্পর্কিত অর্থের গতিবিধি নিয়ে জিজ্ঞাসা করা হতে পারে। যে জিজ্ঞাসাবাদ ৩ নভেম্বর এড়িয়ে গিয়েছেন হেমন্ত সোরেন। এর আগে হেমন্ত ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রকে এই তছরুপ কাণ্ডে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতার হয়েছেন পঙ্কজ ঘনিষ্ঠ বাচ্চা যাদব ও প্রেম প্রকাশ। ফলে এই মামলা ক্রমেই চাঞ্চল্যকর মোড় নিতে শুরু করেছে।

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন