বাংলা নিউজ > ঘরে বাইরে > ব্যাগ খুলতেই থরে থরে টাকা, উত্তরপ্রদেশের যুবক আটক হাওড়া স্টেশনে

ব্যাগ খুলতেই থরে থরে টাকা, উত্তরপ্রদেশের যুবক আটক হাওড়া স্টেশনে

হাওড়া স্টেশনে উদ্ধার থরে থরে টাকা। প্রতীকী ছবি

ওই টাকা কোথা থেকে এসেছে, কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, টাকার সাপেক্ষে প্রমাণপত্র কিছুই ঠিকঠাক তিনি দেখাতে পারেননি।

এবার হাওড়া স্টেশনে উদ্ধার লাখ লাখ টাকা। উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা এক যুবককে এই ঘটনায় আটক করা হয়েছে। সূত্রের খবর ওল্ড কমপ্লেক্সের একেবারে শেষ প্রান্তে ওই যুবককে কিছুটা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিকানের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস থেকে তিনি নেমেছিলেন। কিন্তু তার গতিবিধি দেখে সন্দেহ হয় রেলপুলিশের। এরপর তার ব্যাগের তল্লাশি চালানো হয়। ব্যাগ তল্লাশি চালাতেই বেরিয়ে আসে প্রায় ৩৫ লক্ষ ২০ হাজার টাকা। হতবাক হয়ে যায় রেলপুলিশ। কীভাবে এল এত টাকা? তার কোনও উপযুক্ত উত্তর তিনি দিতে পারেননি। ধৃতের নাম রাজকুমার বিন্দ।

তবে দিন তিনেক আগেই হাওড়া স্টেশন থেকে প্রায় ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছিল। ফের উদ্ধার করা হল বিপুল টাকা। রেলপুলিশ আয়কর দফতরে খবর দেয়। আয়কর দফতর ওই টাকা বাজেয়াপ্ত করেছে। এদিকে ওই যুবককে আটক করে জেরা করা হচ্ছে। প্রশ্ন উঠছে তবে কি বিপুল টাকা কোনও অসৎ উদ্দেশ্য়ে নিয়ে আসা হচ্ছিল? 

এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ওই টাকা কোথা থেকে এসেছে, কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, টাকার সাপেক্ষে প্রমাণপত্র কিছুই ঠিকঠাক তিনি দেখাতে পারেননি।

 

বন্ধ করুন