বাংলা নিউজ > ঘরে বাইরে > Uttar Pradesh: স্ত্রীর দ্বিতীয় বিয়ে দিলেন স্বামী, নতুন শ্বশুরবাড়িতে যেতেই কনের দাবিতে শোরগোল

Uttar Pradesh: স্ত্রীর দ্বিতীয় বিয়ে দিলেন স্বামী, নতুন শ্বশুরবাড়িতে যেতেই কনের দাবিতে শোরগোল

স্ত্রীর দ্বিতীয় বিয়ে দিলেন প্রথম পক্ষের স্বামী। প্রতীকী ছবি

কনৌজের বাসিন্দা ওই কনের ২ বছর আগে বিয়ে হয়েছিল কনৌজের সাউরিচ থানা এলাকার চিকনপুর গ্রামের এক যুবকের সঙ্গে। দুজনেই প্রেম করে বিয়ে করেছিল। এরপর দুজনে ২ বছর একসঙ্গে সংসার করলেও পরে যুবকের মা ও পরিবারের অন্য সদস্যরা মহিলার দ্বিতীয় বিয়ে দেন।

স্ত্রী'র দ্বিতীয় বিয়ে দিলেন স্বামী। আর স্ত্রী নতুন স্বামীর ঘরে যেতেই বেঁকে বসলেন। প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার দাবি জানালেন। এমন ঘটনাকে কেন্দ্র করে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। শেষে সমস্যার সমাধানে উভয়পক্ষ থানার দ্বারস্থ হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের কনৌজের।

নভেম্বর থেকে বাজবে বিয়ের সানাই, জেনে নিন বিয়ের শুভ মুহূর্তগুলি এর পরে কবে

কী ঘটেছিল?

পুলিশ জানিয়েছে, কনৌজের বাসিন্দা ওই কনের ২ বছর আগে বিয়ে হয়েছিল কনৌজের সাউরিচ থানা এলাকার চিকনপুর গ্রামের এক যুবকের সঙ্গে। প্রেম করে বিয়ে করেছিলেন। এরপর দুজনে ২ বছর একসঙ্গে সংসার করলেও পরে যুবকের মা ও পরিবারের অন্য সদস্যরা মহিলার দ্বিতীয় বিয়ে দেন। 

ময়নপুরীর কুড়াভালি থানা এলাকার গোলাপপুর গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। ওই মহিলার প্রথম পক্ষের শাশুড়ি দ্বিতীয় বিয়ের জন্য পাত্র দেখেছিলেন। মহিলার পরিবারও সেই বিয়েতে সম্মতি দিয়েছিল। গত ১০ অক্টোবর তাঁর দ্বিতীয় বিয়ে হয়। বিয়ে করার পর দ্বিতীয় স্বামী তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পরেই ঘটে বিপত্তি। ওই মহিলা প্রথম পক্ষের স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য জেদ ধরেন। এই নিয়ে বেঁধে যায় তুমুল হট্টগোল।

পরিস্থিতির অবনতি হলে উভয়পক্ষ থানার দ্বারস্থ হয়। মহিলার নতুন স্বামীর দাবি, মহিলার প্রথম স্বামী তার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে বিয়ে দিয়েছিলেন। অথচ মহিলা বলেছেন যে তিনি প্রথম স্বামীর সঙ্গেই থাকবেন। পুলিশ এখন দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনোদ কুমার জানান, উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেনি।

বন্ধ করুন