সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম দাবি করেছিলেন, ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার ৮ শতাংশ হতে পারে। তবে আইএমএফ পদাধিকারীর সেই দাবি যে সংগঠনের 'সরকারি পূর্বাভাস' নয়, তা স্পষ্ট করলেন আইএমএফ-এর মুখপাত্র জুলি কোজাক। উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর থেকে ভারতের তরফ থেকে আইএমএফ-এ এক্সিকিউটিভ ডিরেক্টর পদে আছেন কৃষ্ণমূর্তি। তার আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মোদী সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা পদে ছিলেন তিনি। এহেন কৃষ্ণমূর্তি সম্প্রতি দাবি করেছিলেন, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮ শতাংশের গণ্ডি ছুঁতে পারে। তবে এবার আইএমএফ স্পষ্ট করে জানিয়ে দিল, কৃষ্ণমূর্তির সেই বক্তব্য, তাঁর ব্যক্তিগত মতামত। আইএমএফ-এর সরকারি পূর্বাভাস এটি নয়। এই আবহে কৃষ্ণমূর্তির 'পূর্বাভাস' যে আইএমএফ-এর সঙ্গে যুক্ত নয়, এই কথা বোঝাতে তিনি বলেন, 'আইএমএফ-এর এক্সিকিউটিভ বোর্ডে অনেক দেশের প্রতিনিধিত্ব থাকে। সেই বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে আইএমএফ-এর কর্মীদের কোনও যোগ নেই।' (আরও পড়ুন: এবার UPI ব্যবহার করে ব্যাঙ্কে জমা করা যাবে টাকা! ভাবনাচিন্তা RBI-এর)
আরও পড়ুন: বঙ্গোপসাগরে মাছ ধরার বোটে আগুন, অগ্নিদগ্ধ ৯ মৎস্যজীবীকে উদ্ধার করল কোস্ট গার্ড
এই বিষয়ে আইএমএফ-এর মুখপাত্র জুলি কোজাক শুক্রবার বলেন, 'ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার নিয়ে কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম যা বলেছেন, তা আইএমএফ-এ ভারতীয় প্রতিনিধি হিসেবে তাঁর ব্যক্তিগত মতামত মাত্র।' এর আগে সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে কৃষ্ণমূর্তি পূর্বাভাস দিয়েছিলেন, বর্তমান নীতি যদি আরও দ্রুত গতিতে কার্যকর করা হয়, তাহলে ২০৪৭ সাল পর্যন্ত ভারতের ৮ শতাংশ প্রবৃদ্ধির হারও বজায় থাকবে। তিনি বলেছিলেন, 'গত ১০ বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি যে হারে হয়েছে, তা দেখে বলা যায়... ভালো নীতিগুলিকে যদি আরও দ্রুত গতিতে কার্যকর করা যায়, তাহলে ২০৪৭ সাল পর্যন্ত ভারতের প্রবৃদ্ধির হার ৮ শতাংশে বজায় থাকবে।'
আরও পড়ুন: IT সেক্টরে আকাশ ছুঁতে পারে বেতন বৃদ্ধির হার, দাবি নিয়োগ ফার্মের রিপোর্টে
এদিকে শীঘ্রই বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট পেশ করতে চলেছে আইএমএফ। এই বিষয়ে আইএমএফ মুখপাত্র জুলি কোজাক বলেন, 'জানুয়ারি পর্যন্ত ভারতের যে প্রবৃদ্ধির হারের পূর্বাভাস আমরা দিয়েছিলাম, তা হল ৬.৫ শতাংশ। গত অক্টোবরের তুলনায় তা কিছুটা বেশি ছিল। আমরা কয়েক সপ্তাহের মধ্যে বর্তমান আর্থিক বৃদ্ধির আনুমানিক হার প্রকাশ করব।' কৃষ্ণমূর্তির মন্তব্যের দায় এড়িয়ে আইএমএফ মুখপাত্র বলেন, 'কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম যে মতামত তুলে ধরেছেন, তা আইএমএফ-এ ভারতের একজন প্রতিনিধি হিসেবে তিনি বলেছেন। আমাদের একটি এক্সিকিউটিভ বোর্ড আছে। আর সেই বোর্ড গঠন করা হয় বিভিন্ন এক্সিকিউটিভ ডিরেক্টরদের নিয়ে। তাঁরা একাধিক দেশের প্রতিনিধিত্ব করেন। তবে অবশ্যই আইএমএফ কর্মীদের থেকে এই বোর্ডের কাজ আলাদা।'