বাংলা নিউজ > ঘরে বাইরে > সীমান্ত সমস্যার সমাধানের জন্য ফের কম্যান্ডার পর্যায়ের বৈঠক লাদাখে

সীমান্ত সমস্যার সমাধানের জন্য ফের কম্যান্ডার পর্যায়ের বৈঠক লাদাখে

লে-তে উড়ছে ফাইটার প্লেন (PTI)

বৈঠকে এক কথা বলছে চিন, করছে অন্য কাজ। 

শেষ দুই বৈঠকে চিঁড়ে ভেজেনি। অনেক প্রতিশ্রুতি দিয়েও কাজের কাজ করেনি চিন। ফের সীমান্ত সমস্যা নিয়ে মঙ্গলবার বৈঠক করবে ভারত-চিনের কোর কম্যান্ডাররা। এবার বৈঠক হবে ভারতের চুশুলে। এর আগের দুটি বৈঠক হয়েছিল চিনের মল্ডোতে। 

এর আগে ৬ জুন ও ২২ জুন বৈঠক হয়েছে কোর কম্যান্ডারদের মধ্যে। তারমধ্যে ১৫ জুন গালওয়ানে সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য মারা গিয়েছিলেন। চিনের দিকে মৃতের সংখ্যা জানায়নি বেজিং। 

গত ২২ তারিখ প্রকৃত সীমান্তরেখায় ধীরে ধীরে উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেন ১৪ কোরের কম্যান্ডার লিউট্যানেন্ট জেনারেল হরিন্দর সিং ও শিনজিয়াং অঞ্চলের কম্যান্ডার লিউ লিন। 

কিন্তু তারপরেও নিজেদের কাজ চালিয়ে যায় চিন গালওয়ান উপত্যকা, দেপসাং প্লেনস ও প্যাংগড় সো-এর ফিংগার অঞ্চলে। 

আগামিকাল সকাল ১০.৩০-এ বৈঠক শুরু হবে। স্টেটাস কো আন্তে অর্থাত্ আগে ঠিক যেমন অবস্থান ছিল এপ্রিলের শুরুতে, চিনকে সেই স্থানে ফিরে যাওয়ার দাবি করবে ভারত। 

গালওয়ান সংঘর্ষের পর চিন সেনা ও অস্ত্রশস্ত্র বাড়িয়েছে। একই পথে হেঁটেছে ভারত। মঙ্গলবারের বৈঠকে অচলাবস্থা কাটার কোনও ইঙ্গিত মেলে কিনা, সেটাই দেখার। 

 

বন্ধ করুন