তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। তৃণমূল, কংগ্রেস, আপ সহ একাধিক বিরোধী রাজনৈতিকদল একেবারে একসারিতে বসে পড়েছে। বিজেপির বিরুদ্ধে জোরকদমে ঘুঁটি সাজাতে একের পর এক মিটিং করছে I.N.D.I.A জোট। তবে এবার সেই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন বিজেপি এমপি নরেশ বনশল।
তিনি জানিয়েছেন, এই যে আই ডট, এন ডট, ডি ডট, আই ডট, এ ডট। এই পাঁচ অক্ষরের পরে ডট রয়েছে। মানে পাঁচ অক্ষরের আলাদা করে মানে রয়েছে। সেই মানে হল আই মানে ইটালিয়ান, এন মানে নকশাল, ডি মানে ডাইনাস্টি বা পরিবারবাদ, আই মানে ইসলামিক তুষ্টিকরণ, এ মানে হল পরিবারবাদ, নকশাল, ইসলামিক তুষ্টিকরণ সব মিলিয়ে একটা অ্যাসোসিয়েশন। এটা কোনও গাটছড়া হতে পারে! এটা একটা অ্য়াসোসিয়েশন। যার মাধ্য়মে মোদীকে হঠাতে চাইছে। এভাবেই ইন্ডিয়া জোটকে একেবারে তীব্র আক্রমণ বিজেপি এমপির।
এদিকে ইতিমধ্য়েই ইন্ডিয়া জোটের একাধিক মিটিং হয়েছে। সেখানে জোটের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। রাজ্য ভিত্তিক আসন সমঝোতা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। এদিকে ইন্ডিয়ার পাশাপাশি এনডিএ তাদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ইন্ডিয়া জোট শেষ পর্যন্ত কতটা এগোতে পারে সেটাই দেখার।
তবে এবার ইন্ডিয়ার নাম বদলে ভারত করার চেষ্টা চলছে বলেও নানা মহলে জল্পনা ছড়িয়েছে। আপাতত দেশজুড়ে জল্পনা চলছে ‘ইন্ডিয়া’ নাম বদলে দেশের অফিসিয়াল নাম হয়ে যাচ্ছে ‘ভারত’। এনিয়ে তুমুল বিতর্ক। দেশের নামবদলের জল্পনা গতি পেয়েছে কংগ্রেসের নেতা জয়রাম রমেশের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। কংগ্রেসের দাবি, রাষ্ট্রপতির আয়োজনে জি২০ বৈঠকের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। শোনা যাচ্ছে, সংসদের পাঁচদিন ব্যাপী বিশেষ অধিবেশনে দেশের নাম পাল্টে শুধু 'ভারত' করার বিল আনতে চলেছে কেন্দ্র।
সেই জল্পনার মাঝেই বিরোধী জোটের ইন্ডিয়ার নামকরণ নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি ইন্ডিয়া নামের প্রতিটি অক্ষরের আলাদা করে একটা নাম রয়েছে। এমনকী ইন্ডিয়ার প্রথম অক্ষরের অর্থ ইটালিয়ান, একথা উল্লেখ করে কি সোনিয়া গান্ধীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা?