বাংলা নিউজ > ঘরে বাইরে > INDIA: আই ফর ইটালিয়ান, এন ফর নকশাল, ইন্ডিয়ার বাকিগুলো কী জানেন? ধাঁধার জবাব দিলেন BJP এমপি

INDIA: আই ফর ইটালিয়ান, এন ফর নকশাল, ইন্ডিয়ার বাকিগুলো কী জানেন? ধাঁধার জবাব দিলেন BJP এমপি

ইন্ডিয়া জোট। ফাইল ছবি (PTI Photo) (PTI)

জোটের নাম ইন্ডিয়া। আর সেই  নামকে এবার তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব।

তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। তৃণমূল, কংগ্রেস, আপ সহ একাধিক বিরোধী রাজনৈতিকদল একেবারে একসারিতে বসে পড়েছে। বিজেপির বিরুদ্ধে জোরকদমে ঘুঁটি সাজাতে একের পর এক মিটিং করছে I.N.D.I.A জোট। তবে এবার সেই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন বিজেপি এমপি নরেশ বনশল।

তিনি জানিয়েছেন, এই যে আই ডট, এন ডট, ডি ডট, আই ডট, এ ডট। এই পাঁচ অক্ষরের পরে ডট রয়েছে। মানে পাঁচ অক্ষরের আলাদা করে মানে রয়েছে। সেই মানে হল আই মানে ইটালিয়ান, এন মানে নকশাল, ডি মানে ডাইনাস্টি বা পরিবারবাদ, আই মানে ইসলামিক তুষ্টিকরণ, এ মানে হল পরিবারবাদ, নকশাল, ইসলামিক তুষ্টিকরণ সব মিলিয়ে একটা অ্যাসোসিয়েশন। এটা কোনও গাটছড়া হতে পারে! এটা একটা অ্য়াসোসিয়েশন। যার মাধ্য়মে মোদীকে হঠাতে চাইছে। এভাবেই ইন্ডিয়া জোটকে একেবারে তীব্র আক্রমণ বিজেপি এমপির।

 

এদিকে ইতিমধ্য়েই ইন্ডিয়া জোটের একাধিক মিটিং হয়েছে। সেখানে জোটের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। রাজ্য ভিত্তিক আসন সমঝোতা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। এদিকে ইন্ডিয়ার পাশাপাশি এনডিএ তাদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ইন্ডিয়া জোট শেষ পর্যন্ত কতটা এগোতে পারে সেটাই দেখার।

তবে এবার ইন্ডিয়ার নাম বদলে ভারত করার চেষ্টা চলছে বলেও নানা মহলে জল্পনা ছড়িয়েছে। আপাতত দেশজুড়ে জল্পনা চলছে ‘ইন্ডিয়া’ নাম বদলে দেশের অফিসিয়াল নাম হয়ে যাচ্ছে ‘ভারত’। এনিয়ে তুমুল বিতর্ক। দেশের নামবদলের জল্পনা গতি পেয়েছে কংগ্রেসের নেতা জয়রাম রমেশের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। কংগ্রেসের দাবি, রাষ্ট্রপতির আয়োজনে জি২০ বৈঠকের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’-র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। শোনা যাচ্ছে, সংসদের পাঁচদিন ব্যাপী বিশেষ অধিবেশনে দেশের নাম পাল্টে শুধু 'ভারত' করার বিল আনতে চলেছে কেন্দ্র।

সেই জল্পনার মাঝেই বিরোধী জোটের ইন্ডিয়ার নামকরণ নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি ইন্ডিয়া নামের প্রতিটি অক্ষরের আলাদা করে একটা নাম রয়েছে। এমনকী ইন্ডিয়ার প্রথম অক্ষরের অর্থ ইটালিয়ান, একথা উল্লেখ করে কি সোনিয়া গান্ধীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা?

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

মহিলা T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া! চিন্তা বাড়ল ভারতের? জয়া ব্যস্ত দুর্গাপুজোয়, ৮২তম জন্মদিনটা কেমনভাবে কাটালেন অমিতাভ? জলসায় জনসমুদ্র 'রাহুল গান্ধী ভালো কাজ না করলে লোকসভার বিরোধী দলনেতা বদলেও দিতে পারে INDIA...' রবিবার রাজ্য জুড়ে রান্না বনধ! অরন্ধনের অনুরোধ জুনিয়রদের, ধর্মতলায় জনস্রোত ‘স্পেনে শেষ ম্যাচ দেখতে যাব, রাফার জন্য আমার সেরাটা বেরিয়ে এসেছে’, পোস্ট জোকারের ‘বাপ কা বেটা…’ ত্রিশতরান নয়, কাউন্টিতে বাবার গড়া রেকর্ড ভাঙায় বেশি খুশি ব্রুক! লাদাখে যে কোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, বার্তা রাজনাথের 'মোদীর সঙ্গে কথা হয়েছে..' ASEAN সামিটে কানাডার প্রধানমন্ত্রী, বরফ গলেছে? তৃতীয় T20তে তরুণদের সুযোগ দেবে ভারত! তবে টার্গেট ৩-০! জানালেন গম্ভীরের ডেপুটি… ‘আরও বাচ্চা চাই…’, রাহাতেই সন্তুষ্ট নন রণবীর-আলিয়া, শীঘ্রই দিদি হবে রাহা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.