বাংলা নিউজ > ঘরে বাইরে > Consulate vandalism by Pro-Khalistani: দূতাবাসে খলিস্তানিদের তাণ্ডবে US-কে কড়া বার্তা ভারতের, সর্বত্র একই চক্রের হাত?

Consulate vandalism by Pro-Khalistani: দূতাবাসে খলিস্তানিদের তাণ্ডবে US-কে কড়া বার্তা ভারতের, সর্বত্র একই চক্রের হাত?

সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে তাণ্ডব খলিস্তানি-পন্থীদের। (ছবি সৌজন্যে এএফপি)

Indian consulate vandalism by pro-Khalistan: সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে খলিস্তান-পন্থীদের ভাঙচুরের ঘটনায় ভারতে নিযুক্ত আমেরিকার সর্বোচ্চ কূটনীতিবিদ তথা মার্কিন চার্জে ডি'অ্যাফেয়ার্স এলিজাবেথ জোনসকে কূটনীতিবিদের 'সুরক্ষা নিশ্চিত করার মৌলিক বাধ্যবাধকতা' স্মরণ করিয়ে দিয়েছে ভারত।

সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে খলিস্তান-পন্থীদের ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি। ভারতে নিযুক্ত আমেরিকার সর্বোচ্চ কূটনীতিবিদ তথা মার্কিন চার্জে ডি'অ্যাফেয়ার্স এলিজাবেথ জোনসকে কূটনীতিবিদের 'সুরক্ষা নিশ্চিত করার মৌলিক বাধ্যবাধকতা' স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতে যাতে এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য উপযুক্ত পদক্ষেপ করারও বার্তা দিয়েছে ভারত। তারইমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে আরও একটি বিষয় নিয়ে। বিষয়টি নিয়ে অবহিত আধিকারিকদের বক্তব্য, সম্প্রতি অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন এবং আমেরিকায় যে ভারত-বিরোধী বিক্ষোভ হয়েছে, সেগুলির মধ্যে কোনও একটা যোগসূত্র আছে বলে অনুমান করা হচ্ছে।

শনিবার রাতে সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসের সামনে দুটি তাঁবু খাঁটিয়ে ফেলে খলিস্তান-পন্থীরা। আটজন ধরনায় বসে যায় এবং একটি দেওয়াল বিকৃত করে দেয়। রবিবার সকালে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। প্রায় ২০০ জন ভারতীয় দূতাবাসের সামনে জড়ো হয়। স্থানীয় পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে ভারতীয় দূতাবাসের ভিতরে ঢুকে পড়ে খলিস্তান-পন্থীরা। দুটি খলিস্তানি পতাকাও লাগিয়ে দেয়। ভারতীয় কর্তারা যখন সেই পতাকা খুলে দিয়ে বিক্ষোভকারীদের হাতে তুলে দেন, তখন কয়েকজন ব্যারিকেড টপকে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে থাকে। দূতাবাসের জানালার কাঁচ চুরমার হয়ে যায়। দরজাও ভাঙার চেষ্টা করা হয়।

সেই ঘটনায় ইতিমধ্যে ছয়জনকে চিহ্নিত করেছে এবং পুলিশের হাতে তাদের নাম ও ঠিকানা তুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, ওই ঘটনায় শিরোমণি অকালি দল অমৃতসর, শিখ ফর জাস্টিস এবং শিখ ইউথ অ্যালায়েন্সের হাত আছে। বিশেষত জসজিৎ সিং চেলা এবং ফ্রিমন্ট গুরুদোয়ারার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারইমধ্যে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে মার্কিন কূটনীতিবিদকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Amritpal Singh was raising Khalistani Army: 'ISI এজেন্ট' অমৃতপাল তৈরি করছিল নিজের খলিস্তানি সেনা, মানব বোমা স্কোয়াড

সান ফ্রান্সিসকোর সেই ঘটনার মধ্যে রবিবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়। এক বিক্ষোভকারী হাইকমিশনের বারান্দায় উঠে ভারতের জাতীয় পতাকা ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। দৌড়ে এসে তেরঙার অবমাননা রুখে দেন হাইকমিশনের এক ভারতীয় কর্তা। সেইসঙ্গে ওই বিক্ষোভকারী যে খলিস্তানি পতাকা লাগানোর চেষ্টা করছিল, তা ছুড়ে ফেলে দেন। সেই ঘটনার পরই রবিবার ভারতে নিযুক্ত ব্রিটিশন ডেপুটি হাইকমিশনারকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন: তেরঙা ছুড়ে ফেলার চেষ্টা, দৌড়ে বাঁচালেন ভারতীয় কর্তা, ফেললেন খলিস্তানি পতাকা

কেন তাণ্ডব শুরু করেছে খলিস্তান-পন্থীরা?

সম্প্রতি খলিস্তানি-পন্থী নেতা এবং 'উগ্রপন্থী' অমৃতপাল সিং এবং তার সহযোগীদের ধরতে যে অভিযান শুরু করেছে, তারপরই লন্ডন এবং সান ফ্রান্সিসকোয় বিক্ষোভ দেখিয়েছে খলিস্তান-পন্থী লোকজন। সংশ্লিষ্ট মহলের মতে, সম্প্রতি আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ায় যে ভারত-বিরোধী বিক্ষোভ হয়েছে, তাতে একটি যোগসূত্র আছে। কানাডা এবং অস্ট্রেলিয়ার সরকারকেঅস্কড়া বার্তা দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তো যৌথ সাংবাদিক বৈঠকে সেই বিষয়টি নিয়ে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

ঘরে বাইরে খবর

Latest News

চুপি চুপি ‘ওরাল সেক্স’, অকপটে শেখর সুমন বলছেন, স্ত্রীর কাছে ওই ঘটনা লুকিয়েছিলাম মাহিরাকে লক্ষ্য করে মঞ্চে ধেয়ে এল বস্তু! রাগে ফেটে পড়লেন অভিনেত্রী ১৮০ যাত্রী সহ এয়ার ইন্ডিয়া বিমানের সঙ্গে টাগ-ট্র্যাক্টরের ধাক্কা! কোথায় ঘটল? চাকরি দেওয়ার নামে ৯ লক্ষ টাকা নিয়েছেন PA, ফোনে দেব বললেন ‘আমি দেখছি’ দইয়ের সঙ্গে ভুলেও মুখে তুলবেন না এই ৫ খাবার! নিজের অজান্তেই ডেকে আনবেন বিপদ গম্ভীর সব সময়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেন- প্রাক্তনীর গলায় গৌতির সমালোচনা ২৪০ আসনের কম পেলে তবে প্ল্যান বি থাকত, মোদীর পাশে ৬০ কোটির ‘ফৌজ’ আছে, দাবি শাহের শনিবারই IPL-র মঞ্চে শেষ সাক্ষাৎ বিরাট-ধোনির, অঙ্ক মেলাতে পারলেই প্লে অফে RCB ভোটের মধ্যেই কাঁথিতে ২ তৃণমূল নেতাদের বাড়িতে কাকভোরে পৌঁছল সিবিআই কোন জাতের আম কী বৈশিষ্ট দেখে চেনা যায়? রইল টিপস, সহজে ঠকবেন না!

Latest IPL News

গম্ভীর সব সময়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেন- প্রাক্তনীর গলায় গৌতির সমালোচনা শনিবারই IPL-র মঞ্চে শেষ সাক্ষাৎ বিরাট-ধোনির, অঙ্ক মেলাতে পারলেই প্লে অফে RCB RR ম্যাচে KKR-এর পরিকল্পনা থেকে নাইটদের সাজঘরের ছবি তুলে ধরলেন নাইট কোচ RCB vs CSK ম্যাচে ধোনিকে কি অন্য ভূমিকায় দেখা যাবে? কেন বোলিং অনুশীলন করলেন মাহি RCB vs CSK ম্যাচের আগে কোহলিদের সাজঘরে ধোনি! মাহিকে দেখে কী করল বেঙ্গালুরু শিবির বৃষ্টির জন্য পরপর দুই ম্যাচ বাতিল! IPL-এ এটা প্রথম নয়, এর আগেও ঘটেছে এমন ঘটনা একমাত্র বোলার যে প্রকৃত স্পিনারের মতন বল করছে: চাহালের প্রশংসায় হরভজন সিং নমস্কার,ধন্যবাদ, সুপ্রভাত- স্পষ্ট উচ্চারণে অনর্গল বাংলা বলে চলেছেন নারিন- ভিডিয়ো T20 বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দৃষ্টিহীন ও বধিররাও! ভারতে নেওয়া হল বিশেষ উদ্যোগ IPL-মুম্বই অনুশীলনে হঠাৎই কুস্তি, মাটিতে গড়াগড়ি টিম ডেভিড-ইশান কিষানের, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.