ইউক্রেন থেকে যে সমস্ত পড়ুয়ারা পাঠ অসমাপ্ত রেখে দেশে ফিরেছেন, তাঁদের পড়াশোনা শেষ করতে হবে বিদেশেই। তাঁরা দেশের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিলই। এবার সেই প্রশ্নে কার্যত নেতিবাচক বার্তাই দিয়ে দিল কেন্দ্র। মঙ্গলবার এনএমসি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানেই বিস্তারিতভাবে ঘটনাটি বলা রয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে যুদ্ধের মাঝে, ফেব্রুয়ারির মাঝামাঝি বিপাকে পড়েছিলেন একাধিক ভারতীয় পড়ুয়া। সেই সময় বহু ভারতীয় পড়ুয়া ইউক্রেন ছেড়ে ভারতে ফিরে আসেন। ইউক্রেনে পাঠরত মেডিক্যাল পড়ুয়াদের ভারতে ফিরিয়ে আনতে রওনা হন বহু কেন্দ্রীয় মন্ত্রী। প্রশ্ন ওঠে,তাহলে কি ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী দিনে এই পড়ুয়ারা পড়তে পারবেন? জবাবে জাতীয় মেডিক্যাল কমিশন বা এনএমসি জানিয়েছে, এদেশে ওই পড়ুয়ারা পাঠ অসম্পূর্ণ রেখে বাকি অংশের পাঠের জন্য কোনও প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন না। নিট: স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষায় ২০২২ সালে কাট-অফ মার্কস কত?
কেন্দ্র জানিয়েছে, ইউক্রেন যে অ্যাকাডেমিক মোবিলিটি প্রোগ্রাম জারি করেছে, তাতে সম্মত এনএমসি। এদিকে, এনএমসি জানিয়েছে, ইউক্রেনে যাঁরা মেডিক্যাল পড়াশোনা অর্ধেক রেখে এসেছেন, তাঁরা বিদেশে বাকি পড়াশোনা শেষ করতে চাইলে তার অনুমতি দেবে এনএমসি। ফলে বিদেশের বিশ্ববিদ্যালয়তেই পাঠ শেষ করার অনুমতি পাবেন তাঁরা।তবে এরফলে তাঁরা বিদেশের যেকোনও বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করলেও ডিগ্রি দেবে ইউক্রেনের ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়।