মঞ্জিরী চিত্রে
শুক্রবার সকালে অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ করল ভারত। ওড়িশার উপকূল থেকে এই ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ করা হয়েছে। প্রতিরক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সমস্ত পরীক্ষাতেই সফল হয়েছে এই মিসাইল।এনিয়ে তৃতীয়বারের জন্য় পরীক্ষা করা হল। সেক্ষেত্রে গোটা সিস্টেমটাই যে একেবারে ঠিকঠাক রয়েছে সেটা ফের প্রমাণিত হয়েছে।
সূত্রের খবর, গত বছর জুন মাসে প্রথম পরীক্ষা করা হয়েছিল। পরবর্তীতে ডিসেম্বর মাসে ফের পরীক্ষা করা হয়। দুটি পরীক্ষাতেই অত্যন্ত দক্ষতার সঙ্গে সবক্ষেত্রেই সফল হয়েছিল এই অগ্নি মিসাইল।
অগ্নি শ্রেণিভুক্ত যে মিসাইলগুলি রয়েছে তার মধ্যে একেবারে উন্নত শ্রেণিতে রয়েছে এই অগ্নি প্রাইম বা অগ্নি পি। নিউ জেনারেশন মিসাইল বলে এটিকে গণ্য় করা হয়। সর্বোচ্চ প্রায় ২০০০ কিমি পাল্লায় এটি আঘাত হানতে পারে।
তাৎপর্যপূর্ণভাবে অগ্নি -৩ মিসাইলের তুলনায় এটি অন্তত ৫০ শতাংশ হালকা। এটিতে একাধিক নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এটিকে রেললাইন বা রাস্তা থেকেও উৎক্ষেপণ করা সম্ভব।
এই অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ দেশের প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভরতাকে যেন আরও কয়েকদফা এগিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গুজরাতের গান্ধীনগরে ডিফ এক্সপো ২০২২য়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, আট বছর আগে ভারত ছিল বিশ্বের প্রতিরক্ষাক্ষেত্রে সবথেকে বড় আমদানিকারক। আর এখন নতুন ভারত প্রতিরক্ষাক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার সাফল্য়ের কাহিনি তৈরি করছে।