ভুলবশত পাকিস্তানের ভূখণ্ডে উড়ে গিয়েছিল ভারতীয় ক্ষেপণাস্ত্র। সেই ঘটনায় আজকে সংসদে বিবৃতি পেশ করেন রাজনাথ সিং। ভারত জানিয়ে দিয়েছে যে তদন্তে মনোনিবেশ করা হবে। কোনও গলদ থাকলে তার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে পাকিস্তান বলেছে যে তারা এই ঘটনা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় পাকিস্তানকে উসকানি দিচ্ছে চিনও।
ভারত ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে একটি দল গঠন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। সূত্র বলছে, ভারত এই ঘটনার গভীরে যেতে চায়। শনিবার, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছে।
এই আবহে চিন ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে বলেছে যে ভারত ও পাকিস্তানের একসাথে এই বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, পাকিস্তান ও ভারত উভয়ই দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ। এই অঞ্চলে শান্তি বজায় রাখার দায়িত্ব তাদের দুজনেরই। পাকিস্তানও এই ঘটনার প্রেক্ষিতে যৌথ তদন্তের দাবি জানিয়েছে। যদিও ভারত স্পষ্ট জানিয়েছে যে এই ঘটনার প্রেক্ষিতে ভারত একাই তদন্ত করবে। এর প্রেক্ষিতে ইমরান খান হুঁশিয়ারির সুরে বলেন, ‘মিয়ান চান্নুতে ভারতীয় ক্ষেপণাস্ত্র পড়ার পর আমরা জবাব দিতে পারতাম কিন্তু আমরা সংযম পালন করেছি।’
প্রসঙ্গত, গত ৯ মার্চ, একটি নিরস্ত্র ভারতীয় সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে। লাহোর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে মিয়া চান্নুর কাছে একটি কোল্ড স্টোরেজে আঘাত করে সেই মিসাইল। এর আগে আকাশপথে বেশ কয়েকটি বিমানকে ঝুঁকির মুখে ফেলে এই মিসাইল। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এরপরই ভারত জানায় ঘটনাটি ভুল করে হয়েছিল।