বাংলা নিউজ > ঘরে বাইরে > Chinese Ship in Indian Ocean: ভারত মহাসাগরে দুর্ঘটনাগ্রস্ত চিনের জাহাজ! নৌসেনা মোতায়েন করল এয়ারক্রাফ্ট, উদ্ধার ২টি দেহ

Chinese Ship in Indian Ocean: ভারত মহাসাগরে দুর্ঘটনাগ্রস্ত চিনের জাহাজ! নৌসেনা মোতায়েন করল এয়ারক্রাফ্ট, উদ্ধার ২টি দেহ

জানা গিয়েছে, ৩৯ জনকে নিয়ে চলা ওই চিনা জাহাজ ভারত মহাসাগরে ডুবে যায়। তাঁদের মধ্যে ১৭ জন চিনের বাসিন্দা, ১৭ জন ইন্দোনেশিয়ার, ও পাঁচজন ফিলিপিন্সের। এই জাহাজ উদ্ধারে বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়েছে চিন। এদিকে ভারত উদ্ধার কাজে নামিয়েছে সেনা।

অন্য গ্যালারিগুলি