বাংলা নিউজ > ঘরে বাইরে > লকডাউনে পণ্য করিডর প্রকল্প ছেড়ে যাওয়া শ্রমিকদের ফেরাতে রাজ্যের সঙ্গে কথা রেলের

লকডাউনে পণ্য করিডর প্রকল্প ছেড়ে যাওয়া শ্রমিকদের ফেরাতে রাজ্যের সঙ্গে কথা রেলের

এখনও পর্যন্ত মাত্র ৭,০০০ শ্রমিককে কাজে ফেরত পেয়েছে, যার ফলে বর্তমানে প্রকল্পে কর্মীসংখ্যা দাঁড়িয়েছে ২২,০০০।

প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা ‘ডেডিকেটেড ফ্রাইট করিডর কর্পোরেশন লিমিটেড’ (DFCCIL) লকডাউনের পরে এখনও পর্যন্ত মাত্র ৭,০০০ শ্রমিককে কাজে ফেরত পেয়েছে।

করোনা সংক্রমণের জেরে লকডাউনের ফলে ৪০,০০০ থেকে ১৫,০০০ নেমেছে কর্মীসংখ্যা। প্রস্তাবিত পণ্য পরিবহণ করিডরের জন্য শ্রমিক বাড়াতে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনায় বসল ভারতীয় রেল।

রেলের বৃহত্তম এই পরিকাঠামোগত প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা ‘ডেডিকেটেড ফ্রাইট করিডর কর্পোরেশন লিমিটেড’ (DFCCIL) লকডাউনের পরে এখনও পর্যন্ত মাত্র ৭,০০০ শ্রমিককে কাজে ফেরত পেয়েছে, যার ফলে বর্তমানে প্রকল্পে কর্মীসংখ্যা দাঁড়িয়েছে ২২,০০০। 

শ্রমিকদের প্রকল্পের কাজে ফেরত আনতে বাস ও ট্রেন ব্যবহার করেছে রেল। তাদের বাধাহীন যাতায়াতের জন্য জেলা প্রশাসনকে চিঠি লিখে এবং বেসরকারি ঠিকাদারদের জন্য ই-পাসের ব্যবস্থাও করা হয়েছে। 

ফিরে আসা ৭,০০০ শ্রমিকের মধ্যে ৩,২৫০ জন বিদ্যুতায়ন, ঢালাই নির্মাণ, ট্র্যাক বসানোর কাজ এবং অত্যাধুনিক যন্ত্র নিয়ন্ত্রণে দক্ষ। এই সমস্ত কাজ স্থানীয় শ্রমিকদের দিয়ে করানো সম্ভব নয়। 

এর মধ্যে প্রায় ১,২৫০ জন শ্রমিক প্রকল্পের মুঘলসরাই ইউনিটে ফিরেছেন, ৫০০ জন মুম্বই ইউনিটে ফিরেছেন, ৩০০ জন জয়পুর ইউনিটে ফিরেছেন, ৪০০ জন নয়ডা ইউনিটে ফিরেছেন এবং ৮০০ জন অজমেঢ় ইউনিটে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে। শ্রমিকরা অধিকাংশই পূর্ব ভারতের বাসিন্দা, জানিয়েছে রেল। 

ঘরে ফিরে যাওয়া ৪০,০০০ শ্রমিকের প্রত্যেককে ফের কাজে নিয়োগ করার জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনায় বসছেন রেল কর্তারা। সেপ্টেম্বর মাসের মধ্যে সব শ্রমিককে প্রকল্পের কাছে ফের যোগ দেওয়ানো সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

নির্মীয়মান নির্দিষ্ট পণ্য পরিবহণ করিডোরটির মোট দৈর্ঘ্য ২,৮৪৩ কিমি। ২০২১ সালের মধ্যে তা চালু করা যাবে বলে আশা করা হচ্ছে। যদিও করোনা সংক্রমণজনিত কারণে প্রকল্প শেষ করতে ২০২২ সালও হয়ে যেতে পারে বলে মনে করছেন রেলকর্তাদের একাংশ। 

নির্মীয়মাণ পণ্য পরিবহণ প্রকল্পের পূর্ব শাখাটি (Eastern DFC) পঞ্জাবের লুধিয়ানা থেকে পশ্চিমবঙ্গের ডানকুনি পর্যন্ত মোট ১,৮৩৯ কিমি বিস্তৃত হবে। অন্য দিকে, প্রকল্পের পশ্চিম শাখাটির (Western DFC) দৈর্ঘ্য ১,৪৮৩ কিমি যা দিল্লি ও মুম্বইকে যুক্ত করবে। জানা গিয়েছে, এই পশ্চিম শাখা থেকেই অধিকাংশ শ্রমিক লকডাউনের সময় ঘরে ফিরে গিয়েছেন। 

ঘরে বাইরে খবর

Latest News

জয়েন্ট পেইন কমাতে পান করুন এই পানীয়গুলি নাচে মশগুল খুদেটি এখন বলি-নায়িকা, পান জাতীয় পুরস্কার, সদ্য মা হয়েছেন, বলুন তো কে লক্ষ্য 'মেট্রোযোগ', ধর্মতলার বাস টার্মিনাল যাবে 'আন্ডারগ্রাইন্ড',সমীক্ষায় RITES? আজ কারা সঙ্গীর কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা পাবেন, কী বলছে আজকের প্রেম রাশিফল পাকিস্তানের নাদিমের কাছে নতুন জ্যাভলিন কেনার টাকা নেই! কী বললেন নীরজ চোপড়া? ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্য রাহুল, লক্ষ্মণ, আগরকরদের পরামর্শ চায় BCCI 'ওর জন্য গুলি খেতেও পারি', KKR তারকাকে সর্বকালের সেরা টিমম্যান বললেন গম্ভীর একই কাজের জন্যে অযোগ্য ঘোষিত হয়েছিলেন ইন্দিরা, মোদীর নামে কমিশনে নালিশ তৃণমূলের IPL 2024-এর প্রথমদিকে নেই হাসারাঙ্গা, টেস্টে অবসর ভেঙে মাঠে ফিরতে চলেছেন অপরিসীম গুণ নিম পাতার! এর উপকারিতায় অবাক হতে হবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.