ইউক্রেনে আটকে থাকা হাজার হাজার ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার অক্লান্ত পরিশ্রম করে চলেছে। উত্তরপ্রদেশের ভোট প্রচারে গিয়ে বারাণসীতে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের উপর পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। সেই হামলা শুরুর পর আজকে চতুর্থ দিন। প্রধানমন্ত্রী যখন এই ভাষণ দিচ্ছিলেন, ততক্ষণে ভারতীয়দের নিয়ে এয়ার ইন্ডিয়ার মাত্র দু’টি বিমান আসে ভারতে। সেই দুই বিমান রোমানিয়ার বুখারেস্ট থেকে আসে। অপর একটি বিমান হাঙ্গেরির বুদাপেস্ট থেকে উড়ে ভারতের দিকে রওনা দেয়।
এদিন মোদী বলেন, ‘প্রতিটি ভারতীয় বিশ্বের ঘটনাপ্রবাহের দিকে তাকিয়ে আছে। ভারত সর্বদা প্রতিটি নাগরিকের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। যখনই আমারা অস্থির সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, সরকার দেশের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করেছে।’
গতকালই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। রাষ্ট্রসংঘে ভারতের সমর্থন চেয়ে আবেদন জানান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে জানিয়েছি। আমাদের ভূখণ্ডে ১০০,০০০-র বেশি আক্রমণকারী আছে। ওরা আমাদের আবাসনে নির্বিচারে আগুন লাগিয়ে যাচ্ছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাজনৈতিক সমর্থনের জন্য তাঁকে আর্জি জানিয়েছি। একসঙ্গে আক্রমণকারীদের রুখব।' এই কথোপকথনের পরে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মোদী। ইউক্রেনের যে পরিস্থিতি, তা নিয়ে বিস্তারিতভাবে মোদীকে জানিয়েছেন জেলেনস্কি।