বাংলা নিউজ > ঘরে বাইরে > ইতালিতে আটকে শতাধিক ভারতীয়, ভিডিওতে ঘরে ফেরার আকুল আর্তি

ইতালিতে আটকে শতাধিক ভারতীয়, ভিডিওতে ঘরে ফেরার আকুল আর্তি

ইটালির মিলান বিমান বন্দরে আটকে ভারতীয় যাত্রীরা।

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালির মিলান বিমানবন্দরে আটকে প্রায় ৩০০ জন ভারতীয়। করোনামুক্ত স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট ছাড়া ভারতগামী বিমানে উঠতে পারবেন না তারা। অথচ ইতালিতে সেই ছাড়পত্র জোগাড় করা এখন সহজ কাজ নয়। ফলে বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন তারা। এই পরিস্থিতিতে সোস্যাল নেটওয়ার্কে তাদের অসহায়ত্বের কথা জানিয়েছেন ছাত্রীরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।


চিনের পর ইতালিতেই সবচেয়ে মারাত্মক রূপ নিয়েছি করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৬৮ জনের। যা এখনও পর্যন্ত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এখন পর্যন্ত ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৬৩৮। আক্রান্ত অন্তত ১০ হাজার জন। সংক্রমণ ঠেকাতে দেশের ৬ কোটি নাগরিককে কার্যত ঘরবন্দি করে রাখা হয়েছে।

তাই ইতালিতে আটকে থাকা ভারতীয়দের মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া বিমানে উঠতে দিতে রাজি নয় দিল্লি প্রশাসন। এ বিষয় ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশিকাও জারি করা হয়েছে। ৩০০ জন ভারতীয় মিলান বিমানবন্দরে পৌঁছনোর পর জানতে পারেন, মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া বিমানে উঠতে দেওয়া হবে না। ফলে মৃত্যুপুরী ইতালিতেই আটকে পড়েছেন এই ভারতীয়রা।

কেন মিলছে না মেডিক্যাল সার্টিফিকেটে?

মিলানে আটকে থাকা ভারতীয়রা জানাচ্ছেন, মেডিক্যাল সার্টিফিকেট নিতে হলে তাদের করোনা আক্রান্ত এলাকায় যেতে হবে। সেই ঝুঁকি তারা নিতে পারবেন না। অন্যদিকে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলি ভরে গেছে। সেখানে তাদের পরীক্ষা করাও কঠিন। ফলে ক্ষুব্ধ এসব নাগরিকেরা ভারত সরকারে কাছে প্রশ্ন রেখেন, আমরা প্রবাসীরা যাব কোথায়? বিমানে ওঠার আগে আমরা জানতে পারি মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া দেশের বিমানে উঠতে পারব না। তাহলে আমরা কোথায় যাব? একইসঙ্গে তাদের দাবি, তাঁরা পালিয়ে যাচ্ছেন না। দেশে ফেরার পর আমাদের ১৪ দিন কোয়ারেনন্টাইন করে রাখা হোক বলেও জানিয়েছেন তাঁরা।

পরবর্তী খবর

Latest News

ভারতের মাটিতে প্রখম বাংলাদেশি হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নেওযার নজির মাহমুদের সাত দিন পর মুক্ত কলতান, বললেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই রুখতে পারবে না ওরা এ যেন অশ্বমেধের অপ্রতিরোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্রদ্ধার ছবি থ্রেট কালচার খতম করতে সাসপেন্ড ৪০ ডাক্তারি পড়ুয়া, শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ বাজেটে অফবিট উত্তরবঙ্গের প্ল্যান করছেন? পুজোর ৪ দিনে ঘুরে আসুন মাজুয়া-সান্তুক কবে, কোন কোন দলের বিরুদ্ধে হাফ-ডজন টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন? দেখুন তালিকা রোহিত, কোহলি নয়, ঋষভই পথ দেখিয়েছেন সজীব উইকেটে, অকপট অশ্বিন অপেক্ষার অবসান, অবশেষে শুরু দেবের রঘু ডাকাতের প্রস্তুতি! কবে থেকে হবে শ্যুটিং? রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.