বাংলা নিউজ > ঘরে বাইরে > Indigo Flight Delay: 'অন্যত্র ইন্টারভিউ দিতে ছুটি', প্রচুর বিমান দেরির জন্য Indigo-র থেকে তলব রিপোর্ট

Indigo Flight Delay: 'অন্যত্র ইন্টারভিউ দিতে ছুটি', প্রচুর বিমান দেরির জন্য Indigo-র থেকে তলব রিপোর্ট

Indigo Flight Delay: এত বিমান লেট করেছে কেন? ইন্ডিগোর থেকে রিপোর্ট তলব DGCA-র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

Indigo Flight Delay: অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার ইন্ডিগোর ৪৫.৫ শতাংশ বিমান সঠিক সময় যাত্রা শুরু করেছে। রবিবারও বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি।

এত সংখ্যক বিমানের কেন দেরি হয়েছে? তা নিয়ে ইন্ডিগোর রিপোর্ট তলব করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। সূত্রের খবর, প্রচুর বিমানকর্মী ‘অসুস্থ’ হয়ে পড়েছেন। তাঁরা কাজ যেতে পারেননি। তার জেরেই নির্ধারিত সময় বিমান উড়তে পারেনি।

এমনিতে দিনে প্রায় ১,৬০০ টি বিমান চালায় ইন্ডিগো। কিন্তু কর্মী সংকটের কারণে মাত্র ৭২৮ টির মতো বিমান সময় চালাতে পেরেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার ইন্ডিগোর ৪৫.৫ শতাংশ বিমান সঠিক সময় যাত্রা শুরু করেছে। রবিবারও বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি। সোশ্যাল মিডিয়ায় অনেকে সেই অভিযোগও করেছেন। উগরে দিয়েছেন ক্ষোভ।

আরও পড়ুন: ইন্ডিগোর উপর রেগে আগুন পূজা হেগড়ে; ‘অহংকারী, হুমকি দিচ্ছে’, লিখলেন টুইটারে!

সেই পরিস্থিতিতে রবিবার ইন্ডিগোর থেকে রিপোর্ট তলব করেছে অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা। এক ডিজিসিএ আধিকারিক বলেছেন, 'আমরা বিষয়টি দেখেছি এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার থেকে রিপোর্ট তলব করেছি।' তারইমধ্যে নাম গোপন রাখার শর্তে এক বিশেষজ্ঞ দাবি করেছেন, ‘রবিবার সন্ধ্যা ছ'টা পর্যন্ত মোট ১১ টি বিমান বাতিল করা হয়েছে। ৩২০ টি বিমান দেরি হয়েছে। শনিবার ৫৬ টি বিমান বাতিল করা হয়েছিল। দেরি করেছিল ৮৪২ টি বিমান।’

আরও পড়ুন: 'আমার ৬ বছরের মেয়েকে খেতে দেয়নি IndiGo,' অভিযোগ যাত্রীর

কিন্তু কেন কর্মী সংকট দেখা দিল?

সংশ্লিষ্ট মহলের মতে, করোনাভাইরাস মহামারীর সময় বেতন হ্রাস নিয়ে ইন্ডিগোর কর্মীর ক্ষুব্ধ ছিলেন। তা নিয়ে ইন্ডিগোর কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছিল। তাঁরা সুযোগের অপেক্ষায় ছিলেন। এখন সেই সুযোগ পেয়েছেন। নিয়োগের জন্য টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ওয়াক-ইন-ইন্টারভিউ চালানোয় কর্মীদের একাংশ 'সিক লিভ' নিয়ে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। শনিবার দ্বিতীয় পর্যায়ের বিমানকর্মী নিয়োগ প্রক্রিয়া চলেছে।

বন্ধ করুন