আদিত্য নাথ ঝা
মঙ্গলবার সকালে গুয়াহাটি-বারাউনি তেলের পাইপলাইনে দুষ্কৃতীহানা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পাইপলাইন কাটা হয়েছে বলে অভিযোগ। বিহারের খাগারিয়া জেলায় বাকিয়া গ্রামের এই ঘটনাকে ঘিরে মাত্রাছাড়া উদ্বেগ। এদিকে তেলের পাইপলাইন কেটে দেওয়ার জেরে প্রচুর অপরিশোধিত তেল পাইপ থেকে বেরিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ক্রুড অয়েল চুরি করার জন্য এভাবে পাইপ কাটা হয়েছিল।
এদিকে পাইপ থেকে অপরিশোধিত তেল মাটিতে বেরিয়ে পড়ছে এই ঘটনার কথা জানাজানি হতেই হাজার হাজার মানুষ এলাকায় জড়ো হয়ে যান। মূলত তেল সংগ্রহের জন্য তারা জড়ো হয়ে যান। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে চলে আসে।
স্টেশন হাউজ অফিসার অভয় কুমার তিওয়ারি জানিয়েছেন, আইওসি অফিসাররা ওই এলাকায় চলে গিয়েছেন। তাঁরা ওখানে ক্যাম্প করে থাকছেন। পশ্চিমবঙ্গের সোনাপুর থেকে পাইপলাইন মেরামতির টিম আনা হচ্ছে।
এদিকে অন্তর্ঘাত করার জন্য কেউ এমন কাণ্ড ঘটিয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। তবে স্টেশন হাউজ অফিসার জানিয়েছেন, আইওসি ইঞ্জিনিয়ার ও মেরামতির টিম গোটা বিষয়টি বলতে পারবেন। কীভাবে এটি হয়েছে সেটা তাঁরাই বলতে পারবেন।
আইওসি আধিকারিকরা জানিয়েছেন, এই ড্যামেজের অংশটি মেরামত করার জন্য অনেকটা সময় লাগবে। তবে অন্তর্ঘাতের সম্ভাবনার দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পুলিশ ইতিমধ্যেই একটি হোটেলের মালিক ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে। বিহারের ভাগলপুর জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হাজার হাজার লিটার চোরাই তেল বাজেয়াপ্ত করেছে। এদিকে বিহারের পূর্ণিয়া জেলায় বারসোনিতেও এভাবে পাইপলাইন কাটা হয়েছে বলে অভিযোগ। সেখান থেকেও হাজার হাজার লিটার অপরিশোধিত তেল বের করে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
এখন প্রশ্ন এই ঘটনার পেছনে কাদের হাত রয়েছে? নাকি এর পেছনে রয়েছে ভয়াবহ অন্তর্ঘাত? সবটাই খতিয়ে দেখছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আধিকারিকরা। এদিকে এভাবে পাইল লাইন কেটে দেওয়া হলে বড় বিপর্যয় হতে পারে। সেকারণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নিছক চুরির জন্য এই তেলের পাইপ কেটে দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হয়েছে। এদিকে এভাবে পাইপ কেটে দেওয়ার জেরে প্রচুর তেলের অপচয়ও হচ্ছে বলেও খবর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup