মহারাষ্ট্রে প্রায় ১.৭ কোটি রেশন কার্ডধারীকে দীপাবলির উপহার। মঙ্গলবার থেকে, সেই রাজ্যের প্রতিটি ন্যায্যমূল্য দোকানে এক-লিটার তেলের প্যাকেট এবং এক কেজি করে সুজি (সুজি), ছোলার ডাল এবং চিনি মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে। আগামী ৩০ দিনের জন্য এই নীতি চালু করেছে মহারাষ্ট্র সরকার।
তিন মাসেই বাজিমাত করেছে একনাথ শিন্ডে-দেবেন্দ্র ফড়নবিসের জুটি। একের পর এক জনপ্রিয় পদক্ষেপ নিয়েছেন তাঁরা। আর সেই তালিকায় নবতম সংযোজন এই দিওয়ালি রেশন। রাজ্য মন্ত্রিসভার এই পদক্ষেপ বাস্তবায়িত করতে প্রায় ৫১৩ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।
এর আগে সরকার BMC (বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন) কর্মীদের জন্য বোনাসের ঘোষণা করেছে। কৃষকদের জন্য ৭৫০ কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ, এবং মঙ্গলবার পুলিশ কর্মীদের ১৫ লক্ষ টাকায় ৫০০ বর্গফুটের বাড়ি দেওয়ার ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
গত ৩০ জুন সরকারের শপথ নেওয়ার পরপরই, পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে লিটারে ৫ এবং ৩ টাকা করে কমানো হয়। এর ফলে বার্ষিক ৬,০০০ কোটি টাকা কম রাজস্ব আসবে মহারাষ্ট্র সরকারের ভাঁড়ারে। শুধু তাই নয়, এরপর জুলাই মাসে, ১৩.৮৭ লক্ষ কৃষকদের জন্য ৫০,০০০ পর্যন্ত সুবিধা প্রদানের ঘোষণা করা হয়। যাঁরা নিয়মিত তাঁদের ঋণ পরিশোধ করছিলেন, তাঁদেরই এই সুবিধা দেওয়া হবে। এর ফলে মহারাষ্ট্রের কোষাগার থেকে প্রায় ৫,৭২২ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে।
BMC কর্মী, হাজার হাজার শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ২২,৫০০ থেকে ৯৩,০০০ টাকা বোনাসেরও ঘোষণা করা হয়েছে। শাসক শিবিরের নেতারা বলছেন, নির্বাচনকে মাথায় রেখেই যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে যাওয়া হচ্ছে।
'এই বিষয়গুলিই আমাদের আগের উদ্ধব ঠাকরের সরকারের থেকে আলাদা করে তুলবে। ওঁরা তো রাজস্ব হ্রাসের জন্য মহামারীর ঘাড়েই সব দোষ চাপিয়ে হাত গুটিয়ে বসে ছিলেন। আমাদের বিশ্বাস, এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ আমাদের কাজ করার ইচ্ছা বুঝতে পারবেন,' বললেন শিণ্ডে শিবিরের এক নেতা।