পুরীর জগন্নাথ মন্দির চত্বরে পান, গুটখা খাওয়ার উপর আগে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। তারপরেও নিয়ম না মানায় ফের নতুন করে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ। আগামী ১ জানুয়ারি থেকে জগন্নাথ মন্দির চালু হচ্ছে এই নিষেধাজ্ঞা। অর্থাৎ ওইদিন থেকে আর পুলিশ জগন্নাথ মন্দির চত্বরে পান, গুটখা খেলেই কড়া ব্যবস্থা নেবে মন্দির কর্তৃপক্ষ। পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনের মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
রঞ্জন কুমার জানিয়েছেন, দর্শনার্থী থেকে শুরু করে সেবায়েত এবং মন্দিরের কোন কর্মীরা পান, গুটখা মন্দির চত্বরে খেতে পারবেন না। সে ক্ষেত্রে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এমনকী প্রয়োজনে জরিমানা পর্যন্ত করা হবে। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চত্বরে পান, গুটখা না খাওয়ার বিষয়ে আগামী দু মাস ধরে প্রচার চালানো হবে। এরপর এই নিষেধাজ্ঞা চালু হয়ে যাওয়ার পর কোনওভাবে এই ধরেনের তামাকজাত দ্রব্য খাওয়া মেনে নেওয়া হবে না। প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরে এর আগেও এই ধরনের তামাক জাতীয় দ্রব্য খাওয়ার উপরে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সেই নিয়ম কেউ মানছিলেন না। তার জন্য শাস্তির বিধানও ছিল। তাই পুনরায় নতুন করে নির্দেশিকা জারি করল মন্দির কর্তৃপক্ষ। এবার এ বিষয়ে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে মন্দিরের তরফে জানানো হয়েছে।
প্রসঙ্গত, জগন্নাথ মন্দির ও তার সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৎপর প্রশাসন। তবে পান গুটখা খেয়ে পিক ফেলার ফলে মন্দির চত্বর নোংরা হচ্ছে। যা পরিষ্কার করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। সেই কারণে মন্দির প্রশাসনের এমন নির্দেশিকা।অন্যদিকে, ১ জানুয়ারি থেকেই পোশাকের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নতুন ড্রেস কোড চালু করা হয়েছে। যেমন তেমন পোশাক পরে মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। বিশেষ করে ছেঁড়া জিন্স, হাতকাটা জামা, বারমুডা প্যান্ট পরে কোনওভাবেই মন্দির চত্বরে প্রবেশ করা যাবে না। যেহেতু এটা ধর্মীয় স্থান, কোনও মনোরঞ্জনের জায়গা নয় তাই সভ্য পোশাক পরেই পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের। এই নতুন নিয়ম চালু হচ্ছে আগামী ১ জানুয়ারি থেকে।