বাংলা নিউজ > ঘরে বাইরে > King Charles: ইংল্যান্ডের রাজার দিকে উড়ে এল ডিম, গ্রেফতার এক আন্দোলনকারী

King Charles: ইংল্যান্ডের রাজার দিকে উড়ে এল ডিম, গ্রেফতার এক আন্দোলনকারী

রাজাকে নিশানা করে ডিম ছোঁড়ার অভিযোগ। James Glossop/Pool via REUTERS (REUTERS)

পুলিশ আধিকারিকরা এই ঘটনার জেরে অত্যন্ত তৎপর হয়ে ওঠেন। তাঁরা দ্রুত এনিয়ে পদক্ষেপ করেন। এক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। তিনি স্লোগান তুলছিলেন।

ইংল্য়ান্ডের রাজা চার্লস ও তাঁর স্ত্রী রানি ক্যামিলিয়াকে নিশানা করে ডিম ছোঁড়ার অভিযোগ। এর জেরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। রাজা ও রানি উত্তর ইংল্যান্ডে একটি কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন।

এদিকে ওই প্রোগ্রামে অংশ নিয়ে রাজা ও রানি রাস্তায় হাঁটছিলেন ধীরপায়ে। চারপাশে জনতার জমায়েত। সব কিছু ঠিকঠাকই চলছিল। এমন সময়ই বিপত্তি। দুটো তিনটি শব্দ পাওয়া যায়। এরপর দেখা যায় ডিম ভেঙে ঠিক রাজা ও রানির কাছে এসে পড়েছে। ভাঙা ডিমগুলি পড়েছিল রাস্তায়। তার পাশ দিয়েই তাঁরা হেঁটে যান। তবে ডিমগুলি তাঁদের শরীরের বা পোশাকের কোনও ক্ষতি করেনি বলেই খবর। তবে এই ঘটনায় পরেই দ্রুত সচকিত হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় রাজা ও রানি উভয়ই বিশেষ বিচলিত হননি। কার্যত অবিচলিতভাবেই তাঁরা হেঁটে যান। কর্মসূচিতেও বিশেষ কোনও প্রভাব পড়েনি।

তবে পুলিশ আধিকারিকরা এই ঘটনার জেরে অত্যন্ত তৎপর হয়ে ওঠেন। তাঁরা দ্রুত এনিয়ে পদক্ষেপ করেন। এক আন্দোলনকারীকে আটক করা হয়েছে। তিনি স্লোগান তুলছিলেন।

এদিকে রানি এলিজাবেথের মৃত্যুর পরে সেপ্টেম্বরে সিংহাসনে বসেছিলেন রাজা চার্লস। উত্তর ইংল্যান্ডে দুদিনের কর্মসূচিতে তাঁরা গিয়েছেন বলে খবর।

 

বন্ধ করুন