বাংলা নিউজ > ঘরে বাইরে > MEA Report on China: এলএসিতে চিনের 'একক পদক্ষেপ' দুই দেশের সম্পর্ককে 'জটিল' করেছে! রিপোর্টে বার্তা বিদেশমন্ত্রকের

MEA Report on China: এলএসিতে চিনের 'একক পদক্ষেপ' দুই দেশের সম্পর্ককে 'জটিল' করেছে! রিপোর্টে বার্তা বিদেশমন্ত্রকের

বিদেশমন্ত্রী এস জয়ঙ্করের দফতরের বার্ষিক রিপোর্ট বলছে, ২০২০ সালের এপ্রিল-মে থেকে চিন এমন কিছু পদক্ষেপ এককভাবে করেছে যা এলএসির পশ্চিম সেক্টরে স্থিতাবস্থার ওপর প্রভাব ফেলেছে। যা এলএসির পরিস্থিতি পাল্টেছে। যা গুরুতরভাবে এলএসির শান্তি ও শৃঙ্খলাকে ভঙ্গ করেছে, এরফলে ভারতের সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক জটিল হয়ে যায়।