বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Modi on Shehbaz Sharif: পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ, একলাইনের বার্তা দিলেন মোদী

PM Modi on Shehbaz Sharif: পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ, একলাইনের বার্তা দিলেন মোদী

  পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী।  এএফপি- রয়টার্স

অর্থনৈতিক দিক থেকে একেবারে ভয়াবহ পরিস্থিতি। নানা ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে। জিনিসপত্রে দাম ক্রমেই বেড়েছে। চারদিকে অস্থিরতা। তার মধ্য়েই পাকিস্তানের দায়িত্ব নিলেন শাহবাজ।

পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। ৬ দলের জোট সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই শাহবাজকে শুভেচ্ছা জানিয়েছেন বলে খবর। সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আইভি শাহবাজ শরিফকে শপথবাক্য পাঠ করিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসার জন্য শেহবাজকে অভিনন্দন। একেবারে এক লাইনের একটি সংক্ষিপ্ত বার্তা।

প্রসঙ্গত দাদা নওয়াজ শরিফ, মারিয়াম নওয়াজ সহ অন্যান্য় পিএমএল-এ কর্মীদের নিয়ে তিনি এই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন।

অর্থনৈতিক দিক থেকে একেবারে ভয়াবহ পরিস্থিতি। নানা ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে। জিনিসপত্রে দাম ক্রমেই বেড়েছে। চারদিকে অস্থিরতা। তার মধ্য়েই পাকিস্তানের দায়িত্ব নিলেন শাহবাজ।

২০১৭ সাল থেকে PML-N- এর প্রধানের দায়িত্বে ছিলেন শেহবাজ। রবিবার ৩ মার্চ পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শাহবাজ। ২০১ টি ভোট পড়েছিল তার পক্ষে। ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ পেয়েছিল ৯২টি ভোট। তবে ইমরান খানের প্রার্থীরা প্রচুর আসন পেয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সরকার গড়তে পারেনি। কারণ পিএমএল-এন ও পিপিপি জোট সরকার তৈরি করে ফেলে। এদিকে শাহবাজ পাক প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেও ইমরান খানের সহযোগিতা পাওয়া দল, সুন্নি ইত্তেহাদ কাউন্সিল তীব্র প্রতিবাদ জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত শরিফের যাত্রা কতটা মসৃন হবে সেটাও প্রশ্নের।

প্রসঙ্গত গত ৮ ফেব্রুয়ারি ভোট হয়েছিল পাকিস্তানে। সেই ভোট পরবর্তী নানান রাজনৈতিক ঘটনা পরম্পরা পেরিয়ে শাহবাজ শরিফ দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। উল্লেখ্য, ভোটে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের তরফে শাহবাজের দাদা নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হলেও, শেষমেশ রাজনৈতিক ঘটনাবলী শাহবাজকেই সিংহাসনে বসায়।

২৬৫ আসনের পাকিস্তানের ভোটে ম্যাজিক ফিগার ছিল ১৩৩। পাকিস্তানের সংসদে ৩৩৬ টি আসনের মধ্যে ১৬৯ টি ভোট সঙ্গে নিয়ে সংসদের নেতা হওয়ার নিয়ম রয়েছে। এদিকে, ৩৩৬ সদস্যের পাক সংসদে ৯০ টি আসন ইমরান খানের পিটিই সমর্থিত নির্দলরা জিতে যায়। সেই জায়গা থেকে ইমরান শিবির সংখ্যাগরিষ্ঠতা পায়। এদিকে, খেলা ঘুরে যায়, যখন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ ও পিপিপি পার্টি একজোট হয়ে সরকার গড়ার রাস্তা বেছে নেয়। সেক্ষেত্রে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ-কে বাইরে থেকে সমর্থনের বার্তা দেয় বিলাওয়াল ভুট্টোর পিপিপি।

তবে এবার পাক প্রধানমন্ত্রীকে একলাইনের শুভেচ্ছা জানালেন মোদী।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

বিশ্বকাপের সব ম্যাচে হার শ্রীলঙ্কার, নিউজিল্যান্ডের জয়ে চাপ বাড়ল ভারতের নবমীর সাজে নজরকাড়া, শাড়ির আঁচলে ঢাকা কোয়েলের বেবি বাম্প! কবে আসছে ২য় সন্তান? উৎসবের মধ্যেই পথে নামল নাগরিক সমাজ, সিবিআই চার্জশিটের বিরুদ্ধে সিজিও অভিযান IND vs BAN 3rd T20I Live: অভিষেকের বাউন্ডারিতে লড়াই শুরু টিম ইন্ডিয়ার এবার বিসর্জনের বাবুঘাটেও উঠল স্লোগান, জাস্টিস ফর আরজি কর! পুলিশ কি এবার ধরবে? আটপৌরে শাড়িতে যেন রাজ-রানি! ঢাকের তালে সিঁদুর খেলায় মাতলেন কাজল, চলল কোলাকুলি ‘আসছে বছর আবার হবে’ বিজয়া দশমীতে প্রিয়জনদের জানান এই শুভেচ্ছাবার্তা দীপাবলির আগে রাজপুত্রের উদয়, ৩ রাশির হবে আচমকা অর্থ লাভ, মিটবে অমীমাংসিত কাজ 'আপনাকে সরাসরি বিজেপি নেতাই মনে হল…' RSS প্রধান মোহন ভাগবতকে নিশানা করলেন কুণাল হোটেলের কনফারেন্স হল বুকিং করেও বাতিল, তেতে উঠল বেসরকারি হাসপাতালের ডাক্তাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.