বাদল অধিবেশন ঘিরে আগে থেকেই সংসদে বহু ইস্যুতে ঝড় ওঠার অপেক্ষা রয়েছে। একদিকে বিরোধীরা মণিপুর ইস্যু নিয়ে সোচ্চার হতে শুরু করেছেন। তারই মধ্যে দেখা গেল অন্য একটি দৃশ্য। এদিন, সংসদে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা সাংসদ সোনিয়া গান্ধীর কাছে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী মোদী। সোনিয়াকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেন মোদী।
উল্লেখ্য, সদ্য কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, বিমানে সনিয়ার মুখে রয়েছে অক্সিজেন মাস্ক। এরপর সংসদের বাদল অধিবেশন নিয়ে দেশের রাজনৈতিক তৎপরতার মধ্যেই রাজনৈতিক সৌজন্যেরও অন্য ছবি দেখা গেল। বাদল অধিবেশের প্রথম দিনে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেঁটে এগিয়ে গেলেন কংগ্রেসের সাংসদ সোনিয়া গান্ধীর দিকে। সেখানেই মোদী সোনিয়াকে জিজ্ঞাসা করেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে। জবাবে সোনিয়া গান্ধী জানান তিনি ভালো আছেন।
এদিকে, মণিপুর ইস্যুতে সংসদ উত্তাল হওয়ার পালা। ইতিমধ্যেই জাতি হিংসায় বিধ্বস্ত মণিপুরে দুই কুকি মহিলাকে নগ্ন অবস্থায় জনসমক্ষে হাঁটানোর মতো ঘৃণ্য ঘটনার ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) প্রকাশ্যে আসে। ভিডিয়ো টুইট করে বিরোধীদলগুলি। ভিডিয়ো তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে ক্ষোভ জাহির করা হয়। গর্জে ওঠেন অনেকেই। প্রতিবাদের ঝড় ওঠে দেশ জুড়ে। আর সেই ইস্যুকে সামনে রেখে লোকসভা ভোটের আগে বাদল অধিবেশন থেকেই প্রতিবাদের অস্ত্রে শান দিতে চেয়েছেন বিরোধী নেতারা।
এদিকে, সংসদে ২০২৩ বাদল অধিবেশন আরও একটি দিক থেকে বেশ প্রাসঙ্গিক। এই প্রথমবার ২৬ টি বিরোধীদল একজোট হয়ে সংসদে তাদের শক্তি দেখানোর চেষ্টা করবে। ফলে জোটবদ্ধ বিরোধী শক্তির কাছে এই বাদল অধিবেশন নিঃসন্দেহে একটি লিটমাস টেস্ট। তারই মাঝে যে সৌজন্যের ছবি এদিন দেখা গিয়েছে, তা বেশ নজর কেড়েছে। ফলে সব দিক থেকেই এই ঘটনা আলোচ্য হয়ে উঠেছে সংসদে। প্রসঙ্গত, এর আগে বাজেট অধিবেশনে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী ঝড় তুলেছিলেন আদানি ইস্যুতে। তিনি মোদীকে খোঁচা দিয়েছিলেন আদানি গোষ্ঠী ইস্যুকে কেন্দ্র করে। এরপর ২০১৯ সালের এক মামলায় মোদী পদবী ইস্যুতে রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের কারাদণ্ড পান। যদিও কারাদণ্ডে স্থগিতাদেশ পেলেও তাঁর দোষী সাব্যস্ত হওয়ায় ছিল না কোনও স্থগিতাদেশ। ফলে রাহুলকে খোয়াতে হয়েছিল সাংসদ পদ।