আগামী ৮ ফেব্রুয়ারি পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ এবং প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচন রয়েছে। সেই নির্বাচন ঘিরে ঘুঁটি সাজাচ্ছে দেশটির সমস্ত রাজনৈতিক দল। এরই মধ্যে এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন)। শনিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন নওয়াজ। এই ইস্তেহারে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি স্থান পেয়েছে সেটি হল ভারতের কাছে শান্তির বার্তা পাঠানো।
নওয়াজ শরিফ লাহোরে একটি দলীয় অনুষ্ঠানে ইস্তেহার সম্পর্কে বলেন, ‘মহান প্রচেষ্টা’ নিয়ে তৈরি করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁর দল ক্ষমতায় এলে ইস্তেহার দেওয়া প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে। ইস্তেহারে আরও যে সমস্ত বিষয় বলা হয়েছে সেগুলি হল–পাকিস্তানের অর্থনীতিকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা প্রভৃতি।
পাকিস্তানের অর্থনীতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বলে জোর দেন নওয়াজ। তিনি এদিন নাম উল্লেখ না করে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘আপনি যাকে দেখেছেন তার পরিবর্তে আমি যদি আগের সরকারে থাকতাম, তবে তিনি যা করেছেন তা আমি কখনই করতাম না।’ উল্লেখ্য, ইমরান খান বর্তমানে আইনি সমস্যায় জর্জরিত এবং প্রযুক্তিগত দিক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।
নওয়াজ শরিফের পিএমএল (এন) নির্বাচনী ইস্তেহারে আরও যে প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে রয়েছে, জনসাধারণকে সস্তায় বিদ্যুৎ সরবরাহ করা এবং নিশ্চিত করা। দ্রুত উন্নয়ন করা। বিদ্যুতের বিলে ২০ থেকে ৩০ শতাংশ ছাড়ের কথা বলা হয়েছে। দলটি প্রতিশ্রুতি দিয়েছে, জাতীয় রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকারগুলিতে তরুণরা বৃহত্তরভাবে প্রতিনিধিত্ব করবে। ইস্তেহারে বলা হয়েছে, তাদের সরকার পাকিস্তানে প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে।