বাংলা নিউজ > ঘরে বাইরে > New Parliament Building: আরও বড় পিএমও অফিস, ৭৭ মন্ত্রীর নিজস্ব আলাদা দফতর থাকছে নয়া সংসদভবনে, কিছু তথ্য একনজরে

New Parliament Building: আরও বড় পিএমও অফিস, ৭৭ মন্ত্রীর নিজস্ব আলাদা দফতর থাকছে নয়া সংসদভবনে, কিছু তথ্য একনজরে

সূত্রের দাবি সংসদভবনের কার্যাবলী চালানোর জন্য যে অফিস রয়েছে, যারা দৈনন্দিন কাজের দায়িত্বভারে রয়েছে, দুই কক্ষের গুরুত্বপূর্ণ নথি সামলাচ্ছে, তারা সকলেই সরে আসছে এই নয়া ভবনে। এই অফিসগুলিতে সাংসদরা বা মন্ত্রীরা তাঁদের এজেন্ডা পেশ করার জন্য নোটিস দিয়ে থাকেন, কক্ষের রিপোর্ট তারি করে এরা।