বাংলা নিউজ > ঘরে বাইরে > Bihar Assembly Election 2020: এলজেপি ক্ষমতায় এলে নীতিশ কুমারের ঠাঁই হবে জেলে, হুঙ্কার‌ চিরাগ পাসওয়ানের

Bihar Assembly Election 2020: এলজেপি ক্ষমতায় এলে নীতিশ কুমারের ঠাঁই হবে জেলে, হুঙ্কার‌ চিরাগ পাসওয়ানের

চিরাগ পাসওয়ান। ছবি সৌজন্য : এএনআই

বক্সারের ডামরাওয়ে এদিনের প্রচার কর্মসূচিতে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলেন চিরাগ পাসওয়ান। তিনি বলেন, ‘‌বিহারে মদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। অবৈধভাবে ব্যাপক মদ বিক্রি হচ্ছে সারা রাজ্যে।’‌

বিহার নির্বাচনে তাঁর দল জিতলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঠাঁই হবে জেলে। রবিবার এক নির্বাচনী প্রচার কর্মসূচি থেকে এ কথাই ঘোষণা করলেন লোক জনশক্তি পার্টির (‌এলজেপি)‌ নেতা চিরাগ পাসওয়ান। তিনি বলেন, ‘‌আমরা ক্ষমতায় এলে নীতীশ কুমার ও তার অফিসারদের জেলে পাঠানো হবে।’‌

বক্সারের ডামরাওয়ে এদিনের প্রচার কর্মসূচিতে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলেন চিরাগ পাসওয়ান। তিনি বলেন, ‘‌বিহারে মদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। অবৈধভাবে ব্যাপক মদ বিক্রি হচ্ছে সারা রাজ্যে। নীতীশ কুমার ও তাঁর সরকার এ সব রুখতে কিছুই করতে পারেননি।’‌ চিরাগ পাসওয়ান এদিন বিজেপি সমর্থকদের কাছে একটি ‘‌নীতিশ–মুক্ত সরকার’‌–এর জন্য ভোটের আবেদন জানান।

পাশাপাশি এদিন একটি টুইটে চিরাগ হিন্দিতে লিখেছেন, ‘‌প্রথমে বিহার, প্রথমে বিহারী— এই ভাবনা সত্যি করতে আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা দয়া করে এলজেপি প্রার্থীদের ভোট দিন। অন্যান্য আসনে যেখানে এলজেপি প্রার্থী নেই সেখানে ভোট দিন বিজেপি–কে। পরবর্তী সরকার হোক নীতিশ–মুক্ত সরকার।’‌

এনডিএ–র প্রাক্তন শরিক এলজেপি–র প্রধান চিরাগ পাসওয়ান এনডিএ–র মুখ্যমন্ত্রী প্রার্থী নীতিশ কুমারের সমালোচনায় বহু দিন ধরে সোচ্চার হয়েছেন। তিনি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে ‘‌মোদীর হনুমান’‌ বলেও অভিহিত করেছেন। বিহারে বিধানসভা নির্বাচন এবার হবে তিন দফায়। ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর। আর ১০ নভেম্বর ভোটের ফল ঘোষণা করা হবে।

বন্ধ করুন