বাংলা নিউজ > ঘরে বাইরে > JD(U)-কে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে বলেছিলেন পিকে, দাবি নীতীশের

JD(U)-কে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে বলেছিলেন পিকে, দাবি নীতীশের

প্রশান্ত কিশোর (ফাইল ছবি) (PTI)

পিকে দাবি করেছিলেন নীতীশ তাঁকে দলের দায়িত্ব নিতে বলেছেন। 

যতদিন যাচ্ছে তত যেন তীব্র হচ্ছে নীতীশ কুমার ও প্রশান্ত কিশোরের মধ্যে দ্বন্দ্ব। বিজেপি জোট ত্যাগ করে অন্যদিকে এলেও কিছুতেই প্রশান্ত ও নীতীশের মধ্যে বিভেদ মিটছে না। এবার রীতিমত পুরনো কাসুন্দি টেনে এনে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নীতীশ কুমার। তাঁর দাবি যে পিকে সংযুক্ত জনতা দল অর্থাৎ জেডিইউ-কে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। পিকে বিজেপির হয়ে কাজ করছে বলেও দাবি করেন বিহারের মুখ্যমন্ত্রী। 

কিছুদিন আগেই নীতীশ-পিকে বৈঠক নিয়ে সরগরম হয়েছিল বিহারের রাজনীতি। তাহলে কী একদা ঘনিষ্ঠ এই দুই নেতার সম্পর্ক জুড়ল, সেই নিয়েই শুরু হয় জল্পনা। কিন্তু সেরকম কোনও কিছুই হয়নি বলে নীতীশ কুমারের দাবি। বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিজের থেকেই এসেছিলেন পিকে। তাঁকে ডাকা হয়নি। পিকে দাবি করেছিলেন যে নীতীশ তাঁকে দলের দায়িত্বভার নিতে বলেছিলেন কিন্তু তিনি রাজি হয়নি কারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি তিনি ফেলতে পারবেন না। সেই প্রসঙ্গে নীতীশ বলেন, ‘ও যা পারে বলুক। কিছু মানে হয়না। চার-পাঁচ বছর আগে বলেছিল দলটা কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে। এখন বিজেপির হয়ে কাজ করছে।’

প্রসঙ্গত, ২০১৮ সালে জেডিইউ-তে যোগ দেন আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর। অল্পদিনেই তিনি দলের জাতীয় সহ-সভাপতির পদ পান। কিন্তু এরপর নানা বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার পর দল থেকে বহিষ্কৃত হন তিনি।  বর্তমান জন সুরাজ বলে একটি সংস্থার ছায়ায় বিহারে ধীরে ধীরে সংগঠন তৈরি করছেন প্রশান্ত কিশোর। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে তাঁর গঠিত আইপ্যাক ভোটে সাহায্যের কাজেও ব্যস্ত। তবে বিহারের রাজনীতিতে একই দিকে হয়েও অনেকটাই দূরে নীতীশ-পিকে। পুরনো বিবাদ ভুলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ভবিষ্যতে তাঁরা একযোগে কাজ করতে পারেন কিনা, সেই নিয়ে কৌতুহল রয়েছে রাজ্যবাসীর মধ্যে। 

বন্ধ করুন