বাংলা নিউজ > ঘরে বাইরে > বাংলাদেশে প্রতিমা ভাঙার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি, মিলল না সিসিটিভি ফুটেজ

বাংলাদেশে প্রতিমা ভাঙার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি, মিলল না সিসিটিভি ফুটেজ

ফাইল ছবি-Reuters

পুলিশ বলছে, এই ঘটনা পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক৷ যারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে৷

বাংলাদেশের ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ২০টিরও বেশি প্রতিমা ভাঙা হয়েছে৷ শনিবার রাতে একে একে তিনটি ইউনিয়নের ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙা হলেও পুলিশ আসেনি৷ ঘটনায় জড়িতদের একজনকেও এখনো গ্রেপ্তার করেনি পুলিশ৷

পুলিশ বলছে, এই ঘটনা পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক৷ যারা এর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে৷

কয়েকদিন আগে লক্ষ্মীপুজা হয়ে গেছে৷ সামনে আর কোনো বড় পূজা নেই৷ এমন সময়ে এতগুলো মন্দিরে হামলা চালালো কারা? তাদের উদ্দেশ্য কী?

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর রাতের মধ্যে ১৪টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে৷ যারা করেছে তারা একই সময়ে একযোগে এটা করেছে বলে ধারণা করছেন তারা৷

উপজেলার তিনটি ইউনিয়ন ধনতলা, চাড়োল ও পাড়িয়া ইউনিয়নের গ্রামের মন্দিরে এসব ভাঙচুর চালানো হয়৷ এই তিনটি ইউয়িনের সংযোগস্থলে মন্দিরগুলো৷ পাশেই লাহিড়ি হাট নামে একটি বাজার আছে৷

বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মন ডয়চে ভেলেকে বলেন, ‘ধনতলা ইউনিয়নে ৯টি, চাড়োল ইউনিয়নে একটি এবং পাড়িয়া ইউনিয়নে চারটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে৷'

তিনি আরো বলেন, ‘‘সবচেয়ে বড় মন্দির ধনতলার সিন্দুর পিন্ডির মন্দিরের আটটি প্রতিমার সবকটিই ভেঙে ফেলা হয়ছে৷ তার উত্তর দিকে দুইটি মন্দিরের দুইটি প্রতিমা ভাঙা হয়েছে৷ এখানেই ভাঙা হয়েছে ১০টি প্রতিমা৷"

বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যানাথ বর্মন জানান, প্রতিমাগুলোকে ভেঙে চূর্ণবিচূর্ণ করা হয়েছে৷ কিছু প্রতিমা ভেঙে পুকুরের জলে ফেলে দেয়া হয়েছে৷

বিদ্যানাথ বর্মন আরো বলেন, ‘আমার জানা মতে অতীতে আমাদের এই এলাকায় এই ধরনের হামলার ঘটনা কখনোই ঘটেনি৷ ধনতলা ইউনিয়নটি হিন্দু অধ্যুষিত৷ এই এলাকাসহ আশপাশের এলাকায় শতাধিক মন্দির আছে৷ এর আগে কখনো কোনো ঝামেলা হয়নি৷'

তিনি বলেন, ‘যারা এটা করেছেন, আমার মনে হয় কোনো ব্যক্তি তাদের টার্গেট নয়, সম্প্রদায়কেই তারা টার্গেট করেছে৷ এটা পরিকল্পিত ও উদ্দেশ্যপূর্ণ৷ তবে কারা করেছে তা আমরা বুঝতে পারছি না৷ আমি নিজেও অনেকের সঙ্গে কথা বলেছি৷ ঘটনার সময় কেউ দেখেছে- এখনো এমন কাউকে পাইনি৷'

বিদ্যানাথ বর্মন জানান, ‘এখন র‌্যাব ও পুলিশ টহল দিচ্ছে৷ তারা তদন্ত করছে৷ তবে আমরা আতঙ্কে আছি৷ যারা করেছে, তাদের আরো বড় কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে৷'

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার ১৪টি মন্দিরের অন্তত ২০টি প্রতিমা ভাঙার বিষয়ে বলেন, ‘যেভাবে একই সময়ে একযোগে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে বিষয়টি সিরিজ বোমা হামলার মতো৷ যারা হামলা করেছেন, তারা একযোগে হামলা চালিয়ে চলে গেছেন৷'

তিনি বলেন, ‘অতীতে পূজার সময় বিচ্ছিন্নভাবে দুই-একটি প্রতিমা ভাঙচুর হয়েছে৷ কিন্তু এইরকম আগে কখনো ঘটেনি৷

ঘটনার জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহ করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কারা এটা করেছে তা এখনো বুঝতে পারছি না৷ এসপি ও ডিসি সাহেব এলাকা ঘুরে গেছেন৷ পুলিশ তদন্ত করছে৷ হয়তো জানা যাবে৷'

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, মামলা হয়েছে কিন্তু এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি৷ তিনি বলেন, ‘আমরা জোর দিয়ে তদন্ত করছি৷ আশা করছি. সবকিছু স্পষ্ট হবে৷ তবে এটা পরিস্কার যে, এই হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক৷" ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘পাশের বাজারে আছে, কিন্তু যেসব এলাকায় মন্দির ও প্রতিমা ভাঙচুর হয়েছে সেই এলাকায় নেই৷ আর ওই মন্দিরগুলোতে রাতে কেউ থাকেন না৷'

এখন পুলিশি নিরাপত্তা দেওয়া হলেও ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে আছেন৷ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে৷

তবে ঠাকুরগাঁও জেলার ডেপুটি কমিশনার (ডিসি) মো. মাহবুবুর রহমান বলেছেন, ‘যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক এবং নিন্দনীয়৷ তবে আতঙ্কের মতো কোনো পরিস্থিতি নেই৷ ঘটনার পরই পুলিশ সুপারকে নিয়ে এলাকায় গিয়েছি৷ আমাদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতারাও ছিলেন৷ আমরা ওই এলাকার মানুষের সঙ্গে আছি৷'

তার কথা, ‘আমরা এথন কারা এটা ঘটিয়েছে তা বের করে তাদের আইনের আওতায় আনার ওপর জোর দিচ্ছি৷ পুলিশ কাজ করছে৷ আর ক্ষতিপূরণের বিষয়টি নিয়েও আমরা কাজ করছি৷" তিনি বলেন, ‘‘ওই এলকায় অতীতে এই ধরনের ঘটনার কোনো নজীর নেই৷ তাই কারা কোন স্বার্থে এটা করেছে তা আমরা জানার চেষ্টা করছি৷'

ঘরে বাইরে খবর

Latest News

ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ জীবনে এসেছে ছোট্ট প্রাণ, 'আর তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি', জানালেন পিয়া

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.