দীক্ষা ভরদ্বাজ
নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ঝাড়খণ্ডের রাজ্যপালের দফতর থেকে (মুখ্য়মন্ত্রীর পদ খারিজ সংক্রান্ত বিষয়ে) আর কোনও যোগাযোগ করা হয়নি। ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী অফিস অফ প্রফিট কেস সম্পর্কে একথা জানানো হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর আইনজীবী বৈভব তোমার দ্বিতীয়বার কমিশনকে চিঠি দেন। তিনি লেখেন ঝাড়খণ্ডের রাজ্যপাল এনিয়ে কোনও মন্তব্য করছেন না। সেক্ষেত্রে এই অনিশ্চয়তা কাটাতে চিঠিটি শেয়ার করুক কমিশন।
এদিকে সোরেনের আইনজীবী বর্তমানে জানিয়েছেন, কমিশনের পর্যবেক্ষণ নিয়ে তিনি মক্কেলের সঙ্গে আলোচনা করবেন।
এদিকে মুখ্য়মন্ত্রী প্রভাব খাটিয়ে খনির ইজারা নিয়েছিলেন বলে অভিযোগ। তার জেরে তাঁর বিধায়ক পদ খারিজ করার নাকি সুপারিশ করা হয়েছিল। এনিয়ে ইসির কাছে চিঠিটি প্রকাশের দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
এদিকে এই ব্যাপার সম্পর্কে ওয়াকিবহাল এক ব্যক্তি জানিয়েছিলেন, মুখবন্ধ খামে চিঠি দেওয়া হয়েছিল। একটি পদ্ধতি মানা হয়েছিল। কিন্তু এতে কমিশনের কোনও ভূমিকা নেই। আর্টিকেল ১৯২ অনুসারে এই বিধায়ক পদ খারিজের বিষয়টি রাজ্যপালের কাছে পাঠানো হয়। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে গত ফেব্রুয়ারি মাসে বিজেপি দাবি করেছিল সোরেন প্রভাব খাটিয়ে পাথর খাদানের ইজারা নিয়েছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হোক। তারপরই সোরেন সেই পাথর খাদানের ইজারা বাতিল করার জন্য় আবেদন করেন।