৪ শঙ্করাচার্যের অনুপস্থিতিতে হবে রাম মন্দিরের উদ্বোধন! 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানে সমর্থন ২ জনের, তুঙ্গে চর্চা
Updated: 12 Jan 2024, 06:34 PM ISTভিএইচপির প্রেসিডেন্ট অলোক কুমার জানিয়েছেন, দ্বারকা... more
ভিএইচপির প্রেসিডেন্ট অলোক কুমার জানিয়েছেন, দ্বারকা ও শ্রীঙ্গেরির শঙ্করাচার্যরা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন। তাঁর দাবি, পুরীর শঙ্করাচার্যও এই অনুষ্ঠানের সমর্থক
উত্তর প্রদেশের অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দেশের চার শঙ্করাচার্যের অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে চর্চা। তাঁরা জানিয়েছেন যে, এই অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকতে পারবেন না। হরিদ্বারে জ্যোতিরপীঠের শঙ্করাচার্য জানিয়েছেন যে, এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান পুরো মন্দির নির্মাণ শেষ না করেই হচ্ছে, তাই তা ধর্মশাস্ত্রের বিরোধী। ফলে তিনি সেই কারণে সেখানে উপস্থিত থাকতে পারবেন না। এরপরই হইচই শুরু হয়। এদিকে, দেশের বাকি ২ শঙ্করাচার্য খোলাখুলি এই অনুষ্ঠানে তাঁদের সমর্থন জানিয়েছেন। (PTI File Photo)
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি