বাংলা নিউজ > ঘরে বাইরে > মেয়েদের বুদ্ধি কম, শিক্ষককে বলতে বাধ্য করল পাক আলেমরা, বিরোধিতা বিবর্তন তত্ত্বের

মেয়েদের বুদ্ধি কম, শিক্ষককে বলতে বাধ্য করল পাক আলেমরা, বিরোধিতা বিবর্তন তত্ত্বের

সেই ভিডিয়োর দৃশ্য। (ছবি সৌজন্যে, এক্স/Niazbeen/ডয়চে ভেলে)

আলেমরা অধ্যাপকের বিরুদ্ধে ব্যভিচার ছড়ানো ও ইসলামের বিরুদ্ধে কথা বলার অভিযোগ তোলেন৷ তিনি শুধু বক্তব্যেই নয়, শ্রেণিকক্ষেও এমন করেন বলে তাঁদের অভিযোগ৷ জবাবে আলি বলেন, জীববিজ্ঞান পাঠদানের অংশ হিসেবে তিনি ডারউইনের তত্ত্ব পড়িয়েছেন এবং এটি তাঁর চাকরির অংশ৷

সম্প্রতি পাকিস্তানে এক কলেজ শিক্ষককে ডারউইনের বিবর্তন তত্ত্বকে ইসলামি আইনের বিরোধী বলে প্রকাশ্যে মন্তব্য করতে বাধ্য করলেন আলেমরা৷ এই ঘটনায় পাকিস্তানের শিক্ষাবিদেরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন৷

ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন ১৮৫৯ সালে প্রকাশিত ‘অন দ্য অরিজিন অফ স্পেসিস' বিবর্তন তত্ত্ব উল্লেখ করেন৷ সময়ের সঙ্গে-সঙ্গে প্রাণীরা প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে কীভাবে পরিবর্তিত হয়েছে, তা এই তত্ত্বে দেখানো হয়েছে৷

এ মাসে শুরুর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে অবস্থিত গভর্নমেন্ট পোস্ট গ্রাজুয়েট কলেজের প্রাণিবিদ্যার সহকারী অধ্যাপক শের আলি ইসলাম নারীর অধিকার নিয়ে একটি বক্তব্য রাখেন৷ নারীরা প্রকাশ্যে ইসলামি পোশাক পরছেন না, এই অভিযোগে স্থানীয়ভাবে বিক্ষোভ হওয়ার পর ওই বক্তব্য দিয়েছিলেন শের আলি৷

এরপর আলেমরা তাঁর বিরুদ্ধে ব্যভিচার ছড়ানো ও ইসলামের বিরুদ্ধে কথা বলার অভিযোগ তোলেন৷ তিনি শুধু বক্তব্যেই নয়, শ্রেণিকক্ষেও এমন করেন বলে তাঁদের অভিযোগ৷ জবাবে আলি বলেন, জীববিজ্ঞান পাঠদানের অংশ হিসেবে তিনি ডারউইনের তত্ত্ব পড়িয়েছেন এবং এটি তাঁর চাকরির অংশ৷

পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশনের বান্নু শাখার সদস্য রফিউল্লাহ খান বলেন, আলি সামাজিক মাধ্যমে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন৷ আলি বলেন, যাঁরা ডারউইনের তত্ত্ব পড়ানোয় তাঁর সমালোচনা করছেন, তাঁদের উচিত আদালতে যাওয়া এবং এটিকে অবৈধ ঘোষণার রায় নিয়ে আসা৷ তিনি বলেন, এটি পড়ানো তাঁর দায়িত্ব এবং এজন্য সরকারের কাছ থেকে টাকা পান তিনি, বলেন খান৷

কিন্তু গত সপ্তাহে আলিকে তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়৷ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, আলেম পরিবেষ্টিত হয়ে আলি একটি বিবৃতি পড়ে শোনাচ্ছেন৷ আলি বলেন, শরিয়া বা ইসলামি আইন এবং আল্লাহর আদেশের বিরোধী সব বৈজ্ঞানিক মতবাদ, যার মধ্যে ডারউইনের তত্ত্বও আছে, সেগুলোকে তিনি মিথ্যা বলে বিবেচনা করেন৷ ‘শরিয়া অনুযায়ী নারীদের বুদ্ধিমত্তা পুরুষদের চেয়ে কম,' বলে ভিডিয়োয় আলিকে মন্তব্য করতে দেখা গেছে৷

এরপর আলি বলেন, ‘এই বিষয়ে এটাই আমার শেষ কথা এবং আমি বিশ্বাস করি, নারীদের মাথা থেকে পা ঢাকা পোশাক পরে বাইরে বের হওয়া উচিত৷ শুধু প্রয়োজন হলেই নারীদের বের হওয়া উচিত৷' ভিডিয়োর একটি কপি ডয়চে ভেলের কাছে আছে৷

প্রতিক্রিয়া

পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়জুল্লাহ জান মনে করছেন, শুধু ডারউইনের তত্ত্ব নয়, ভবিষ্যতে হয়ত আরও কিছু বিষয় পড়ানো যাবে না৷ তিনি বলেন, নারীবাদ বিষয়ে পড়ানো অনুৎসাহিত করতে সরকার সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠিয়েছে৷ ‘এতে বলা হয়েছে, নাস্তিকতা ও নারীবাদের আতঙ্ক পাকিস্তানের প্রতিষ্ঠানগুলোতে রোগের মতো ছড়িয়ে পড়ছে, যা পাকিস্তানি সমাজের নৈতিক কাঠামোকে ধ্বংস করছে,' বলেন অধ্যাপক জান৷

তিনি বলেন, ‘আজ তাঁরা শিক্ষকদের ডারউইনের তত্ত্ব পড়াতে বাধা দিচ্ছেন৷ আগামিকাল তাঁরা শিক্ষকদের বলবে পিতৃতন্ত্রের নেতিবাচক দিকগুলি না পড়াতে এবং তারপর … অন্যান্য বিষয়ও আসবে৷'

অ্যাক্টিভিস্টরা বলছেন, আলেমদের প্রভাব শুধু কিছু অঞ্চল বা রাজ্যে সীমাবদ্ধ নেই, এটি পুরো পাকিস্তান ও সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে৷ ইসলামাবাদের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আবদুল হামিদ নায়ার বলেন, শিক্ষায় এই ধরনের পরিবর্তন ১৯৮০-র দশকে গতি পেয়েছিল৷

রসায়নে শিক্ষার্থীদের পড়ানো হত যে, যখন অক্সিজেন আর হাইড্রোজেন মিশ্রিত হয় তখন তা স্বয়ংক্রিয়ভাবে দলে পরিণত হয় না৷ ‘তাঁদের বলা হত, আল্লাহর ইচ্ছায় তা জলে পরিণত হয়,' ডয়চে ভেলেকে জানান নায়ার৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

ঘরে বাইরে খবর

Latest News

‘‌আমি নৃত্য শিল্পী হতে চাই’, চেনা ছকের বাইরে গিয়ে জানালেন পঞ্চম স্থানের সুস্বাতী কবিতার উত্তর কবিতাতেই! রবি ঠাকুর আর গুলজারকে মেলালেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ অক্ষয় তৃতীয়া ২০২৪ কখন থেকে পড়ছে? রইল তারিখ, তিথি শাস্ত্র অনুসারে মাঝরাতে রেপ? মিথ্যে বুঝিয়ে সই করিয়েছিল, সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক মহিলা EVM বদলের চক্রান্তের অভিযোগ খোদ BJP প্রার্থীর, DMকে কাঠগড়ায় তুললেন খগেন মুর্মুর বৃষ্টির অ্যালার্ট জারি ১১ মে পর্যন্ত! হঠাৎ মুষলধার বর্ষণে তেলাঙ্গানায় মৃত ১৩ বিশ্বকাপ ফাইনালের পিচ নিয়ে ভারতকে ঠেস কামিন্সের, দ্রাবিড়-রোহিতকে নিয়ে কী বললেন? 'সুরে বেসুরে যাই থাকুক...', গাড়িতেই রবীন্দ্রজয়ন্তী পালন ইমনের মুসলিম সমাজের কাছে একটা অনুরোধ করতে চাই…বড় কথা জানালেন মোদী দ্রুত ছড়িয়ে পড়ছে Covid-এর নতুন ভ্যারিয়েন্ট FLiRT, ভারতে ভয় কতটা

Latest IPL News

‘খুব বাজে ইংরেজি বলত,কিন্তু ওর টি২০ বিশ্বকাপ জেতা উচিত,’কার কথা বললেন যুবরাজ? সঞ্জু,কোহলি থেকে বাদোনির আউট-জানুন IPL 2024-এ আম্পায়ারদের ৫টি বিতর্কিত সিদ্ধান্ত ভিডিয়ো: ভক্তদের সঙ্গে নিখুঁত পঞ্জাবি ভাষায় আড্ডা দিলেন বিরাট! অন্য মেজাজে কোহলি আইপিএলের মাঝেই প্রকাশিত হল নাইট রাইডার্সের সূচি, কোন লিগে এবার খেলবেন নারিনরা! IPL-সঞ্জুর আউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক একটু হলেই হতে পারত বড় বিপদ- চার মারলেন যশস্বী, অল্পের জন্য রক্ষা পেলেন বাটলার ‘ব্যাটিংয়ের সময় মাথার পজিশন ঠিক থাকছে না’, কার পরামর্শে বদলে গেলেন ম্যাকগার্ক? IPL 2024-রাজধানীতে ক্রিকেটের মাঠেও রাজনীতির ছায়া, উঠল কেজরিওয়ালের নামে স্লোগান সঞ্জুর আউট নিয়ে আম্পায়ারদের পাশে দাঁড়িয়ে নিজের জাত চেনালেন সাঙ্গাকারা IPL 2024- শেষ সময় এসে মরণ কামড় দিল্লির, ম্যাচ জিতিয়ে কি বলছেন কুলদীপ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.