গত ৯ মার্চ ভারতীয় ভখণ্ড থেকে ভুলবসত একটি মিসাইল উড়ে গিয়ে পাকিস্তানে পড়েছিল। সেই ঘটনার পরই নাকি পাকিস্তান ‘জবাবি হামলার’ জন্য প্রস্তুত হয়ে পড়েছিল। ব্লুমবার্গের এক রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় মিসাইল পাকিস্তানে গিয়ে পড়তেই পাকিস্তান ভারতের উপর মিসাইল হামলার জন্য প্রস্তুত হয়। তবে প্রাথমিক ভাবে মিসাইল আঘাতের ঘটনাটি স্পষ্ট হওয়া পর্যন্ত লঞ্চ আটকে রেখেছিল পাকিস্তান। পরে পাকিস্তান মিসাইল লঞ্চ করেনি।
এর আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন যে পাকিস্তান এই ঘটনায় জবাবি হামলা চালাতে পারত, কিন্তু তা তারা করেনি। উল্লেখ্য, গত ৯ মার্চ, একটি নিরস্ত্র ভারতীয় সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে। লাহোর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে মিয়া চান্নুর কাছে একটি কোল্ড স্টোরেজে আঘাত করে সেই মিসাইল। এর আগে আকাশপথে বেশ কয়েকটি বিমানকে ঝুঁকির মুখে ফেলে এই মিসাইল। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এই ঘটনার প্রেক্ষিতে সংসদে বিবৃতি প্রকাশ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র ইউনিটের রুটিন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের সময় সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাক্রমে একটি ক্ষেপণাস্ত্রটি লঞ্চ হয়ে গিয়েছিল।’ রাজনাথ আরও বলেন, ‘আমি সদনকে বলতে চাই, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমরা এসওপিগুলি পর্যালোচনা করছি। আমরা সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। এবং এই ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যদি কোনও ত্রুটি খুঁজে পাই, ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ এবং নির্ভরযোগ্য। আমরা সময়মত পর্যালোচনা করি। আমাদের সশস্ত্র বাহিনী সুপ্রশিক্ষিত এবং সুশৃঙ্খল, এবং এই ধরনের ব্যবস্থা বজায় রাখার অভিজ্ঞতা রাখে।’ তবে রাজনাথের এই বিবৃতিতে খুশি নয় পাকিস্তান। তারা এই বিষয়ে যৌথ তদন্ত চায়। এদিকে চিন পাকিস্তানকে এই বিষয়ে উস্কানি দিয়েছে। আমেরিকা এদিকে দিল্লির সুরে সুর মিলিয়ে ঘটনাটিকে দুর্ঘটনা বলে অভিহিত করেছে।