মল্লিকা সোনি
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বসরা বিবি ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আশঙ্কা, আদিয়ালা জেলে আমার স্বামীকে হয়তো বিষ খাইয়ে দেওয়া হবে। এনিয়ে তিনি অতিরিক্ত নিরাপত্তা চেয়েছেন। তাঁর আশঙ্কা তাঁর স্বামীকে জেলের মধ্য়ে বিষ পান করিয়ে দেওয়া হতে পারে। প্রসঙ্গত তোষাখানা মামলায় বর্তমানে জেলবন্দি ইমরান খান। কারণ তিনি যে সমস্ত উপহার পেয়েছিলেন তা সরকারের কাছে যথাযথভাবে জানাননি বলে অভিযোগ।
বসরা বিবি সোমবার হাইকোর্টের একটি পিটিশন দাখিল করেছেন। তাঁর আশঙ্কা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তার স্বামীকে মেরে ফেলা হতে পারে। এমনকী জেলের নিয়ম মেনে তার স্বামীকে যথাযথ পরিষেবা দেওয়া হচ্ছে না বলে তার দাবি।
তিনি অতীতের একাধিক বিষয়কে তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, বাড়ির তৈরি খাবার দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সেটা দেওয়া হচ্ছে না।
সেই সঙ্গে ইমরানকে টিভি, খবরের কাগজ, সহায়ক, চেয়ার টেবিল দেওয়ার কথা রয়েছে। জেলে যাতে নিয়ম মেনে প্রয়োজনীয় পরিষেবা তার স্বামীকে দেওয়া হয় তার দাবি তিনি রেখেছেন।
সেই সঙ্গেই তিনি ইমরান খানের জন্য তিনি স্বাস্থ্যকর খাবার চেয়েছেন। এমনকী ইমরান যাতে ব্য়ায়াম করতে পারেন, হাঁটতে পারেন তার ব্যবস্থা করার দাবিও করা হয়েছে। প্রসঙ্গত ইমরান খানকে গ্রেফতার করার পরে গোটা পাকিস্তান জুড়ে চরম অশান্তি শুরু হয়ে গিয়েছিল। ভাঙচুর, আগুন জ্বালানো সহ নানা কর্মকাণ্ড হয়। তবে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল ইমরানকে। তবে এবার জেলে উন্নত পরিষেবার দাবিতে সরব হয়েছেন ইমরান পত্নী।