বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতে হামলা করার আগে এবার ১০০ বার ভাববে পাকিস্তান, দাবি রাজনাথের

ভারতে হামলা করার আগে এবার ১০০ বার ভাববে পাকিস্তান, দাবি রাজনাথের

শুক্রবার নয়াদিল্লিতে এক সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদাউরিয়া প্রমুখ। ছবি সৌজন্যে এএনআই।

সার্জিক্যাল স্ট্রাইক আর বালাকোট বিমানহানার সুবাদে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত, শুক্রবার মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসবাদী ঘাঁটি গড়ে সস্তার যুদ্ধ লড়া যে আর সম্ভব নয়, সার্জিক্যাল স্ট্রাইক আর বালাকোট বিমানহানার সুবাদে পাকিস্তানকে সেই কড়া বার্তা দিয়েছে ভারত, শুক্রবার এই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এ দিন নয়াদিল্লির এক সম্মেলনে রাজনাথ বলেন, ভবিষ্যতে কোনও হঠকারিতা করতে গেলে পশ্চিম প্রান্তের বৈরী প্রতিবেশীকে একশো বার চিন্তা করতে হবে।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে পাক আশ্রিত সন্ত্রাসবাদী সংগঠনের আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার পালটা হিসেবে ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে বায়ুসেনার অতর্কিত আক্রমণে গুঁড়িয়ে যায় জঙ্গিদের গুপ্তঘাঁটি।

এর আগে ২০১৬ সালে কাশ্মীরের উরিতে পাক জঙ্গি হানার পরে ২৯ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীর সীমান্তঘেঁষা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকভূমিতে ঘাঁটিগাড়া সন্ত্রাসবাদী শিবিরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা।

এ দিন রাজাথ বলেন, ‘সন্ত্রাসবাদের মোকাবিলায় আমাদের পদক্ষেপ সবসময়ই ছিল এবং থাকবে নিখুঁত সামরিক উদ্যোগ এবং পরিণত কূটনৈতিক চালের এক সুচিন্তিত মিশেল হিসেবে।’

তিনি জানিয়েছেন, ভবিষ্যতে যে কোনও রকম আশঙ্কার মুখোমুখি হতে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত পরিবর্তন করেছে সরকার। পুলওয়ামা পরবর্তী সময়ে ভারতের সামরিক পদক্ষেপ দেশের প্রতিরক্ষা শক্তি ও সুরক্ষিত রাখার ক্ষমতাকে সুনিশ্চিত করেছে।

এ দিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘পাকিস্তানের উপরে কূটনৈতিক ও অর্থনৈতিক জোড়া চাপের কী ফল হতে পারে, আমরা তা দেখেছি। হাফিজ সঈদের মতো সন্ত্রাসবাদীকে এতদিন ভিআইপি ও বীরের মর্যাদা দেওয়ার পরে এখন হাজতে পুরতে ওরা বাধ্য হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেছি, পাকিস্তানের কাছে জবাবদিহি না করলে তারা আগের মতোই দু-মুখো ও ঠকবাজির নীতি চালিয়ে যাবে। তাই সব রকম চেষ্টা করা হচ্ছে ওদের চাপে রাখার জন্য।’

এ দিনের সম্মেলনে বক্তব্য রাখোন চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত এবং ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদাউরিয়া।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

সুজনের ‘মৃতার ডায়েরি’দেখে ছবি আঁকলেন সমীর আইচ, বিক্রির টাকা গেল অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.