সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এদিন ঘোষণা করলেন তিনি ভাইস চেয়ারপার্সনদের প্যানেল তৈরি করেছেন। সেখানে ৫০ শতাংশই মহিলা সাংসদ।
এককথায় তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি জানিয়েছেন, সম্মানীয় সদস্যরা সকলেই এটা জেনে খুশি হবেন যে ভাইস চেয়ারপার্সনদের মধ্যে অর্ধেকই হলেন মহিলা।
আট সদস্যের এই প্যানেল। তার মধ্য়ে চারজনই মহিলা। তার মধ্যে বিজেপি এমপি পিটি উষা, এস ফাঙনন কোনিয়াক, এনসিপির ফৌজিয়া খান ও বিজেডির সুলতা দেও।
প্রসঙ্গত এই ভাইস চেয়ারপার্সনরা চেয়ারম্যান অথবা ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভার কাজ পরিচালনা করতে পারবেন। ধনখড় জানিয়েছেন, এই যে উদ্যোগ এটা ঐতিহাসিক। এই তালিকায় আর যাঁরা রয়েছেন তাঁরা হলেন YSRCP'র বিজয়াসাই রেড্ডি, বিজেপির ঘনশ্যাম তিওয়ারি, তৃণমূলের সুখেন্দু শেখর রায়, আইএনসির এল হনুমান্থাইয়া। তাঁরা এই প্যানেলের মধ্য়ে রয়েছেন। তাৎপর্যপর্যপূর্ণভাবে এখানে তৃণমূলের এমপি সুখেন্দু শেখর রায়ও রয়েছেন।
ধনখড় এই প্যানেল তৈরি নিয়ে টুইট করেছেন। এভাবে ৫০শতাংশ মহিলা সদস্যের অন্তর্ভুক্তিকে তিনি কার্যত ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। কোনও বিশেষ সফর বা বিশেষ কাজ থাকলে অনেক সময় উপরাষ্ট্রপতি থাকতে পারেন না। এরপর ডেপুটি চেয়ারম্যানও যদি না থাকেন তখন সভার কাজ পরিচালনা করবেন এই প্যানেলের সদস্য। এটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়।