বাংলা নিউজ > ঘরে বাইরে > Panel of Vice Chairpersons: রাজ্যসভায় ভাইস চেয়ারপার্সনদের প্যানেল তৈরি করলেন ধনখড়, অর্ধেকই মহিলা, আছেন তৃণমূল MP

Panel of Vice Chairpersons: রাজ্যসভায় ভাইস চেয়ারপার্সনদের প্যানেল তৈরি করলেন ধনখড়, অর্ধেকই মহিলা, আছেন তৃণমূল MP

ইন্ডিয়ান ফরেন সার্ভিস ট্রেনিসদের সঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। (PTI Photo)  (PTI)

এই ভাইস চেয়ারপার্সনরা চেয়ারম্যান অথবা ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভার কাজ পরিচালনা করতে পারবেন।

সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এদিন ঘোষণা করলেন তিনি ভাইস চেয়ারপার্সনদের প্যানেল তৈরি করেছেন। সেখানে ৫০ শতাংশই মহিলা সাংসদ।

এককথায় তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি জানিয়েছেন, সম্মানীয় সদস্যরা সকলেই এটা জেনে খুশি হবেন যে ভাইস চেয়ারপার্সনদের মধ্যে অর্ধেকই হলেন মহিলা।

আট সদস্যের এই প্যানেল। তার মধ্য়ে চারজনই মহিলা। তার মধ্যে বিজেপি এমপি পিটি উষা, এস ফাঙনন কোনিয়াক, এনসিপির ফৌজিয়া খান ও বিজেডির সুলতা দেও।

প্রসঙ্গত এই ভাইস চেয়ারপার্সনরা চেয়ারম্যান অথবা ডেপুটি চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভার কাজ পরিচালনা করতে পারবেন। ধনখড় জানিয়েছেন, এই যে উদ্যোগ এটা ঐতিহাসিক। এই তালিকায় আর যাঁরা রয়েছেন তাঁরা হলেন YSRCP'র বিজয়াসাই রেড্ডি, বিজেপির ঘনশ্যাম তিওয়ারি, তৃণমূলের সুখেন্দু শেখর রায়, আইএনসির এল হনুমান্থাইয়া। তাঁরা এই প্যানেলের মধ্য়ে রয়েছেন। তাৎপর্যপর্যপূর্ণভাবে এখানে তৃণমূলের এমপি সুখেন্দু শেখর রায়ও রয়েছেন।

ধনখড় এই প্যানেল তৈরি নিয়ে টুইট করেছেন। এভাবে ৫০শতাংশ মহিলা সদস্যের অন্তর্ভুক্তিকে তিনি কার্যত ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। কোনও বিশেষ সফর বা বিশেষ কাজ থাকলে অনেক সময় উপরাষ্ট্রপতি থাকতে পারেন না। এরপর ডেপুটি চেয়ারম্যানও যদি না থাকেন তখন সভার কাজ পরিচালনা করবেন এই প্যানেলের সদস্য। এটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়।

 

পরবর্তী খবর

Latest News

আরজি কর নিয়ে সত্যিই কি মমতার পাশে RSS? রাষ্ট্রপতি শাসন হবে? খোলসা করলেন শুভেন্দু সাইবার প্রতারণার বাড়বাড়ন্ত, মোকাবিলায় ৫০০০ কমান্ডো মোতায়েন করবে কেন্দ্র পুজোর অফার দিচ্ছে Tata, একাধিক গাড়িতে ১.৮০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় সুপার বেবি রাজ-কন্যা ইয়ালিনি! মাত্র ১০ মাস বয়সে শুভশ্রীর মেয়ে দাঁড়িয়ে নিজের পায়ে খুদের মাথায় বন্দুক ঠেকিয়ে দেব! টেক্কার ঝলক সামনে এনে লিখলেন, ‘এবার শেষ খেলা…’ লম্বা মানুষের শরীরে ক্যানসার বাসা বাঁধে সহজে, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ‘আমি মরতে চাই’, রেললাইন থেকে সরতে নারাজ কিশোরী, ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক গতবার অনুদান পাওয়া পুজো কমিটির মধ্যে এখনও টাকার আবেদন করেছে ২৪%, আরজি করের জের? 'আন্দোলনে রাজনীতির রং লাগাতে আসিনি'! 'গো ব্যাক' শুনে প্রতিক্রিয়া অগ্নিমিত্রার মালাইকার বাবার মৃত্যু, প্রাক্তন শ্বশুরবাড়িতে আরবাজ, ঘটনাস্থলে অর্জুনও, তারপর?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.