সদ্য দিল্লি থেকে শ্রীনগরগামী একটি বিমানের অন্দরের ভিডিয়ো ক্লিপ ভাইরাল হতে শুরু করেছে নেটপাড়ায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানের অন্দরে ততক্ষণে আতঙ্কে রয়েছেন যাত্রীরা। এদিকে, বিমানে ভয়াবহ কম্পন অনুভূত হচ্ছে। উল্লেখ্য, খারাপ আবহাওয়ার কারণে মাঝ আকাশে দুর্যোগের শিকার হয় ওই বিমানটি। এরপর, নির্ধারিত সময়ের থেকে বেশ খানিকটা দেরিতে বিমান পৌঁছায়।
ঘটনা গত ১৯ ফেব্রুয়ারির। সেদিন দিল্লি থেকে নির্ধারিত সময়ের ৬ মিনিট আগেই রওনা হয়েছিল বিমান। এরপর মাঝ আকাশে বিমানটি পড়ে যায় দুর্যোগের মাঝে। বিপাকে পড়ে বিমান। যার জেরে শ্রীনগরে নির্দিষ্ট সময়ের থেকে আধ ঘণ্টা পর বিমান গিয়ে দাঁড়ায়। এদিকে, বিমানের মধ্যের পরিস্থিতি বন্দি করে এক ভিডিয়ো ক্রমাগত ভাইরাল হতে থাকে। সেই ভিডিয়ো ক্লিপে দেখা যায়, বিমানে থাকা যাত্রীরা এই দুর্যোগের পরিস্থিতিতে বেশ আতঙ্কিত হন। এই ঘটনার ভিডিয়ো শেয়ার করেন এক যাত্রী। তিনি সেই ভিডিয়োতে লেখেন, ‘ দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার একটি ইন্ডিগো ফ্লাইট খারাপ আবহাওয়ার কারণে মারাত্মক অস্বস্তিতে পড়েছিল। অল্পের জন্য রক্ষা! খারাপ আবহাওয়ায় ভ্রমণ এড়িয়ে চলুন’।
(Viral Flight Video: ঝড়ঝঞ্ঝায় মাঝ আকাশে বিপাকে দিল্লি-শ্রীনগর IndiGo বিমান! রইল অন্দরের দৃশ্য)
ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, বিমানটি কাঁপতে শুরু করেছে। বিপুলভাবে কম্পনের মধ্যে পড়ে যায় বিমান। সেই অবস্থায় এই ভিডিয়ো তোলা হয়েছে। ফলে স্বভাবতই যাত্রীদের চোখে মুখে ছিল ভয়। ঘটনার পর ইন্ডিগোর তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা ছিল, ‘ ইন্ডিগো ফ্লাইট 6E6125 দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে তীব্র অশান্ত আবহাওয়ার মুখোমুখি হয়েছিল। ক্রুরা সমস্ত অপারেশনাল প্রোটোকল অনুসরণ করেছিল এবং ফ্লাইটটি শ্রীনগরে নিরাপদে অবতরণ করেছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।’