বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Flight Video: ঝড়ঝঞ্ঝায় মাঝ আকাশে বিপাকে দিল্লি-শ্রীনগর IndiGo বিমান! রইল অন্দরের দৃশ্য
Updated: 20 Feb 2024, 09:17 PM IST
Sritama Mitra
দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর 6E6125 বিমান মাঝ আকাশে পড়েছিল বিপাকে। ঝড়ঝঞ্ঝায় কোনও মতে বিপদ থেকে বিমান উদ্ধার হয়েছে। বিমানটি দিল্লি থেকে সোমবার বিকেল ৫.২৫ মিনিটে রওনা হয়। তারপর শ্রীনগরের দিকে যাত্রাকালে এমন ঘটনা ঘটে যায়। সেই সময় বিমানের ভিতরের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।