পুঁজিবাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের প্রভাবেই আজ সোনা ও রূপোর দাম চাপে রয়েছে। মূল্যবান ধাতুর চাহিদায় টান পড়ছে। কিন্তু আমজনতার তো এসব জেনে লাভ নেই। তাঁরা জানতে চান বিয়ের বাজারে কলকাতায় সোনার দাম কত।
1/6Gold rate today: মার্কিন ডলারের হার বৃদ্ধি। আর তার জেরে MCX-এ ভারতে পড়ল সোনার দাম। এদিন ১০ গ্রাম সোনার দাম ৫৫,০০০ টাকার নিচে নেমে গিয়েছে। ১০ গ্রাম সোনার দাম এক সময়ে ৫৮,৮৪৭ টাকার সর্বোচ্চ দরে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে এখন প্রায় ৪,০০০ টাকা কমে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (REUTERS)
2/6রূপোর দামও একইভাবে হ্রাস পেয়েছে। সকালে মাত্র ৬১,৫৮০ টাকা প্রতি কেজি দরে রূপো বিক্রি হয়েছে। 'মাত্র' কেন? কারণ এক সময়ে এই রূপোই সর্বোচ্চ ৭৭,৯৪৯ টাকা প্রতি কেজিতে পৌঁছে গিয়েছিল। অর্থাত্, প্রায় ১৬,৫০০ টাকা হ্রাস পেয়েছে। ফাইল ছবি: পিটিআই (REUTERS)
3/6পুঁজিবাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের প্রভাবেই আজ সোনা ও রূপোর দাম চাপে রয়েছে। ডলার সূচক বুধবার ১০৫-এর স্তরে ফিরে গিয়েছে। সেখানেই ধরে রেখেছে আজও। সেই কারণে অন্য কিছুর তুলনায় এখানেই বিনিয়োগে ভরসা পাচ্ছেন সকলে। ফলে মূল্যবান ধাতুর চাহিদায় টান পড়ছে। কিন্তু আমজনতার তো এসব জেনে লাভ নেই। তাঁরা জানতে চান বিয়ের বাজারে কলকাতায় সোনার দাম কত। ফাইল ছবি -পিটিআই (REUTERS)
4/6গুডরিটার্নসের আপডেট অনুযায়ী, কলকাতায় ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম বৃহস্পতিবার ৫০,৯০০ টাকা করে ছিল। এর আগের দিন দাম ছিল ৫১,০০০ টাকা/১০ গ্রাম। ফাইল ছবি: পিটিআই (REUTERS)
5/6বৃহস্পতিবার কলকাতায় ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ৫৫,৫৩০ টাকা করে ছিল। এর আগের দিন দাম ছিল ৫৫,৬৩০ টাকা/১০ গ্রাম। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
6/6গুডরিটার্নসের আপডেট অনুযায়ী, এদিন রুপোর দাম দাঁড়িয়েছে ৬৫,৪৫০ টাকা প্রতি কেজি। আগের দিনের তুলনায় যা কিছুটা কম। ফাইল ছবি: পিটিআই (REUTERS)