রাধাকিশান দামানি এভিনিউ সুপারমার্টসের কর্তা। মুম্বইয়ের এই রিটেল সংস্থার অধীনে ভারতে ২০০টিরও বেশি ডি-মার্ট রয়েছে। অনেকটা বিগ বাজারের মতোই। এভিনিউ সুপারমার্টের শেয়ার ২০১৭ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।
1/5শুধু নন গৌতম আদানি। আছেন রাধাকিশান দামানি। চলতি বছর সম্পদ হ্রাস পেয়েছে দুই ভারতীয় বিলিয়নেয়ারেরই। বিতর্ক ও রাজনৈতিক যোগের কারণে গৌতম আদানির দিকেই অবশ্য সবার নজর। কিন্তু তার মধ্যেই যে ভারতের আরও এক বিলিয়নেয়ারের সম্পদ হ্রাস পাচ্ছে, সেদিকে কারও লক্ষ্য নেই। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5বর্তমানে বিশ্বের ধনীতমের তালিকেয় ৯৮তম স্থানে রয়েছেন ডিমার্টের প্রতিষ্ঠাতা রাধাকিশান দামানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে উঠে এসেছে এমনই তথ্য। চলতি বছরের প্রথম দুই মাসেই তাঁর মোট সম্পদ প্রায় ২.৬১ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছে। শতাংশের হিসাবে যা প্রায় ১৩% । (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (PTI)
3/5রাধাকিশান দামানি এভিনিউ সুপারমার্টসের কর্তা। মুম্বইয়ের এই রিটেল সংস্থার অধীনে ভারতে ২০০টিরও বেশি ডি-মার্ট রয়েছে। অনেকটা বিগ বাজারের মতোই। এভিনিউ সুপারমার্টের শেয়ার ২০১৭ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ফাইল ছবি: ফেসবুক (PTI)
4/5তবে দামানি পরিবারের ধনসম্পদের সূচনা কিন্তু স্টক মার্কেটের বিনিয়োগ থেকে। ২০০০ সালের সময়েই স্টক মার্কেট থেকে কয়েক কোটি টাকা আয় করেন। সেই সময়ের নিরিখে এটি অঢেল টাকা ছিল। চাইলেই টাকা জমিয়ে রেখে বাড়িতে বিশ্রাম নিতে পারতেন। কিন্তু অন্য ধাতুতে গড়া রাধাকিশান দামানি। বিনিয়োগ সংস্থা ব্রাইট স্টার ইনভেস্টমেন্টের মাধ্যমে শেয়ার বাজারের ব্যবসা জারি রাখেন। তবে ২০০০ সালে বাজার থেকে বেরিয়ে এসে নাভি মুম্বাইতে সস্তায় জমি কেনেন। সেখানে অনেকটা মার্কিন মুলুকের ওয়ালমার্টের ধাঁচে বিশাল সুপারমার্কেট খোলেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (PTI)
5/5পওয়াইতে প্রথম DMart খুলেছিলেন রাধাকিশান দামানি এবং তাঁর পরিবার। প্রথম দোকানই দারুণ জনপ্রিয় হয়। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। DMart মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তিশগড়, NCR, তামিলনাড়ু, পঞ্জাব এবং রাজস্থান জুড়ে মোট ২৩৮ স্থানে মল করেছে। DMart স্টোর সুপারমার্কেট চেইন Avenue Supermarts Ltd. (ASL)-এর মালিকানাধীন। সংস্থার সদর দপ্তর মুম্বইতে। ফাইল ছবি: ডিমার্ট (PTI)