বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi's explanation on parivarvaad: শাহ ও রাজনাথ মোটেও পরিবারতন্ত্রের ধ্বজাধারী নন, তাহলে কারা? বোঝালেন মোদী

Modi's explanation on parivarvaad: শাহ ও রাজনাথ মোটেও পরিবারতন্ত্রের ধ্বজাধারী নন, তাহলে কারা? বোঝালেন মোদী

মোদীর পাশেই বসে রাজনাথ এবং শাহ। (ছবি সৌজন্যে সংসদ টিভি)

পরিবারতন্ত্র নিয়ে বিরোধীদের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে কেন আক্রমণ শানাচ্ছেন, সেটাও ব্যাখ্যা করলেন। পাশাপাশি সরাসরি অমিত শাহ এবং রাজনাথ সিংয়েরও নাম করেছেন প্রধানমন্ত্রী মোদী।

অমিত শাহ বা রাজনাথ সিং মোটেও পরিবারতন্ত্রের ধ্বজাধারী নন। তাহলে পরিবারতন্ত্র দিয়ে কাদের নিশানা করেন, তা একেবারে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদের বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ধন্যবাদজ্ঞাপনের ভাষণের মধ্যেই প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোন পরিবারতন্ত্রের বিষয়ে আলোচনা করছি? নিজের দমে, জনসমর্থন নিয়ে কোনও পরিবারের একাধিক সদস্য যদি রাজনীতিতে উঠে আসেন, সেই বিষয়টাকে আমরা কখনও পরিবারতন্ত্র বলিনি।’

তাহলে পরিবারতন্ত্র' বলতে কী বোঝাতে চেয়েছেন, সেটাও ব্যাখ্যা করেন মোদী। তিনি বলেন, ‘আমরা সেইসব দলের পরিবারতন্ত্র নিয়ে আলোচনা করি, যে সব দল চালিয়ে থাকে কোনও পরিবার, যে সব দল পরিবারের লোকজনকে অগ্রাধিকার দিয়ে থাকে, যে সব দলের যাবতীয় সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরাই। সেটাই হচ্ছে পরিবারতন্ত্র।’ 

আর সেই প্রসঙ্গে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের নাম করেন মোদী। যে দু'জনের নাম টেনে এনে অতীতে একাধিকবার পরিবারতন্ত্র নিয়ে পালটা আক্রমণ শানিয়েছেন বিরোধী নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছেলে জয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব। আর রাজনাথের ছেলে পঙ্কজ বিধায়ক বলেও আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

সম্ভবত সেই আক্রমণের পালটা হিসেবেই সোমবার মোদী বলেন, 'রাজনাথজি'র না কোনও রাজনৈতিক দল আছে, না অমিত শাহের কোনও রাজনৈতিক দল আছে। আর সেজন্যই যে দলে একটি পরিবারকে সামনে রেখে সবকিছু হয়, তা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। একটি পরিবার থেকে ১০ জন রাজনীতিতে যোগ দিক, তাতে কোনও বাজে ব্যাপার নেই। আমরা তো চাই যে রাজনীতিতে নয়া প্রজন্ম আসুক।'

আরও পড়ুন: PM Modi speech highlights: আমি এসব বলি না, তবে এবার বলছি, লোকসভা ভোটে ৩৭০ আসন পাবে BJP, আত্মবিশ্বাসী মোদী

মোদী আরও বলেন, 'দেশের গণতন্ত্রের জন্য রাজনীতিতে পরিবারতন্ত্রের অস্তিত্ব থাকা এবং পরিবার-নির্ভর দল উপস্থিতি সকলের কাছেই চিন্তার বিষয় হওয়া উচিত। তাই কোনও পরিবারের দু'জন যদি উন্নতি করেন, সেটাকে তো আমি দু'হাত তুলে অভিবাদন জানাব। ১০ জন এগিয়ে আসুক, আমি অভিবাদন জানাব। নয়া প্রজন্ম রাজনীতিতে অভিবাদন জানাব। কিন্তু (আমরা যে পরিবারতন্ত্রের কথা বলছি), তাতে পরিবারই দলকে চালিয়ে থাকে। আগে থেকেই ঠিক হয়ে থাকে, উনি না থাকলে তাঁর ছেলে (কোনও পদে আসীন) হবেন। ছেলে না থাকলে তাঁর ছেলে (কোনও পদে আসীন) হবেন। এটাই গণতন্ত্রে কাম্য নয়। এটাই গণতন্ত্রের জন্য ক্ষতিকারক।'

আরও পড়ুন: PM Narendra Modi: নেহরু ভাবতেন ভারতবাসী অলস-বোকা, ইন্দিরাজি কী ভাবতেন? সেটাও বললেন মোদী

ঘরে বাইরে খবর

Latest News

IPL- অধিনায়ক হিসেবে বিরাটকে ফিরিয়ে আনা উচিত আরসিবির, বড় বার্তা প্রাক্তন তারকার প্রেমে বিশ্বাসঘাতকতা কাদের একাকিত্বর দিকে নিয়ে যাবে? কী বলছে আজকের প্রেম রাশিফল 'পাকিস্তানকে চুড়ি পরিয়ে দেব', বিরোধীদের 'কাপুরুষ' আখ্যা দিয়ে তোপ মোদীর দিল্লি ম্যাচের পর স্ট্র্যাটেজি নিয়ে অদ্ভুত যুক্তি সিরাজের, শুনে গালাগাল কোহলির পুজোর আগে সরকারি কর্মীদের ডিএ নিয়ে অবশেষে আসতে পারে বড় খবর বাড়বে বেতন? মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা, অপেক্ষা ১২ জুনের শাহরুখ-সলমন-আমিররা ‘নিরাপত্তাহীন’ বললেন পাকিস্তানের অভিনেতা, ভিডিয়ো ভাইরাল ধনু-মকর-কুম্ভ-মীনের মঙ্গলবার কেমন কাটবে? জানুন রাশিফল EPL Tottenham Hotspur vs Manchester City Football Club Live Streaming: কখন ও কোথায় লাইভ ম্যাচ দেখবেন? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল

Latest IPL News

IPL- অধিনায়ক হিসেবে বিরাটকে ফিরিয়ে আনা উচিত আরসিবির, বড় বার্তা প্রাক্তন তারকার দিল্লি ম্যাচের পর স্ট্র্যাটেজি নিয়ে অদ্ভুত যুক্তি সিরাজের, শুনে গালাগাল কোহলির গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.