এই ঘটনা উত্তরপ্রদেশের রায়বরেলির। সেখানে এক যুবতীর অভিযোগ, তাঁর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন যৌন অত্যাচার করেছেন এক পুলিশ কর্মী। বেনারসে পোস্টেড ওই পুলিশকর্মীকে, এরপর যখন মহিলা বিয়ের বিষয়ে এগোনোর জন্য বলেন, তখন তাঁকে পেতে হয়েছে ঘৃণ্য জবাব। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
অভিযোগকারী মহিলার দাবি, যখন ওই পুলিশকর্মীকে বিয়ের জন্য এগিয়ে আসার কথা বলা হয়, তখন তিনি সাফ জানান, তিনি বিয়ে করতে রাজি নন। ঘটনার অভিযোগ কোতোয়ালি পুলিশ স্টেশনে দায়ের করা হয়েছে। গোটা মামলার তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য়, লালগঞ্জের একটি গ্রামের বাসিন্দা ওই মহিলা। জানা যায়, ওই পুলিশকর্মীও একইগ্রামের বাসিন্দা। পুলিশের চাকরি পেয়ে ওই ব্যক্তি পরে বারাণসীতে পোস্টেড হন। মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই পুলিশকর্মী তাঁকে দিনের পর দিন যৌন নিগ্রহ করে গিয়েছেন। এক বছর ধরে চলেছে এই অত্যাচার চলেছে।
মহিলা জানিয়েছেন, তিনি যখন পুলিশকর্মীকে বিয়ের জন্য জোর করতে থাকেন, তখন ওই পুলিশ কর্মী বলেন, তিনি এই বিয়ে করতে পারবেন না। বরং যুবতীকে তিনি অন্যত্র বিয়ে করতে বলেন। এছাড়াও মহিলার অভিযোগ, ওই পুলিশ কর্মী বলেন, বিয়ে না করার জন্য তিনি দুই, চার লাখ টাকা দিতে রাজি। শেষে ওই পুলিশকর্মী মহিলাকে হুমকিও দিতে শুরু করেন বলে অভিযোগ। আপাতত ওই পুলিশকর্মীর বিরুদ্ধে শুরু হয়েছে মামলা।